Advertisement
Advertisement

১৩ বার যৌন সম্পর্কের চেষ্টা বিশপের, বিস্ফোরক অভিযোগ কেরলের সন্ন্যাসিনীর

মিথ্যা অভিযোগ! পালটা মামলা দায়ের বিশপের৷

Nun levels physical abuse charge against Kerala Bishop
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 30, 2018 12:26 pm
  • Updated:June 30, 2018 12:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাথলিক চার্চের বিশপের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করলেন চার্চের এক সন্ন্যাসিনী৷ ঘটনাস্থল কেরলের কোট্টায়াম এলাকা৷ ইতিমধ্যেই, স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই সন্ন্যাসিনী৷ পাশাপাশি, ওই সন্ন্যাসিনীর বিরুদ্ধেও মিথ্যা অভিযোগের মামলা দায়ের করে পালটা আইনি পদক্ষেপ নিয়েছেন অভিযুক্ত বিশপ৷

[১০ ফুট বরফে মোড়া শেষনাগ, টানা বৃষ্টিতে ‘ভিলেন’ আবহাওয়া]

Advertisement

পুলিশকে দেওয়া সন্ন্যাসিনীর বয়ান অনুযায়ী জানা গিয়েছে, ২০১৪  সালে প্রথম তাঁর উপরে যৌন নির্যাতন চালায় ওই অভিযুক্ত বিশপ৷ কুরাভিনাঙ্গাদ এলাকায় চার্চের অধীনস্থ একটি অনাথ আশ্রমের কাছের গেস্ট হাউসে সেই নির্যাতনের ঘটনা ঘটে৷ তখন থেকে এখনও পর্যন্ত মোট ১৩ বার তাঁর সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হওয়ার চেষ্টা করেছেন ক্যাথলিক চার্চের ওই বিশপ৷ এই বিষয়ে প্রথমে চার্চ কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছিলেন অভিযোগকারিনী৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি৷ বরং তাকেই মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল৷ ফলে, সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় বাধ্য হয়েই শুক্রবার পুলিশের দ্বারস্থ হন তিনি৷

[আমাদের ধন্যবাদ জানান! মান্দাসোরে নির্যাতিতার পরিবারকে নির্লজ্জ প্রস্তাব বিজেপি সাংসদের]

সূত্রের খবর, সন্ন্যাসিনীর অভিযোগ পাওয়ার পরই তৎপর হয়েছে পুলিশ৷ কিন্তু ইতিমধ্যেই অভিযোগকারিনী সন্ন্যাসিনীর বিরুদ্ধে পালটা মামলা দায়ের করেছেন ওই বিশপ৷ অভিযোগ, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে৷ কারণ, ওই সন্ন্যাসিনীকে তিনি অন্যত্র বদলি করে দিয়েছিলেন৷ জেলা পুলিশ প্রশাসন সূত্রে খবর, উচ্চপদস্থ অফিসাররা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছেন৷ উভয়পক্ষেরই বয়ান নেওয়ার হয়েছে৷ এবার বাকি বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement