সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিভিআইপি কালচারের বিরুদ্ধে গিয়ে যুগান্তকারী রায় দান করল দিল্লি হাই কোর্ট৷ বুধবার একটি মামলার রায়ে আদালত জানাল, এবার থেকে রাস্তায় চলমান প্রতিটি গাড়ির রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক এবং থাকতে হবে বৈধ নম্বর প্লেটও৷ সেক্ষেত্রে কোনও মতেই রেয়াত করা যাবে না রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি বা লেফটেন্যান্ট জেনারেলের গাড়িকেও৷ সেই গাড়িতেও রাখতে হবে বৈধ রেজিস্ট্রেশনের কাগজপত্র ও নম্বর প্লেট৷
[নিশানায় ভারতের রণতরী, আত্মঘাতী ‘ডুবুরি বাহিনী’ তৈরি করছে পাকিস্তান ]
এই রায় দেনের সময় বিচারপতি গীতা মিত্তল ও বিচারপতি সি হরিশংকরের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রত্যেক যানবাহনকে বাধ্যতামূলক ভাবে মোটর ভেহিকল অ্যাক্ট ১৯৮৮-কে মান্য করতে হবে এবং সেই আইন মেনেই রেজিস্ট্রেশন করাতে হবে ও নম্বর প্লেট লাগাতে হবে৷ জানা গিয়েছে, এই মর্মে একটি জনস্বার্থ মামলাটি করেছিল ‘নয়া ভূমি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা৷ রায়দানের পর সংস্থার চেয়ারম্যান রাকেশ আগরওয়াল জানান, বহু সরকারি গাড়িতে নম্বর প্লেটের পরিবর্তে জাতীয় প্রতীক ব্যবহার করা হয় এবং সেই গাড়ির কোনও রেজিস্ট্রেশন না থাকায় রাস্তায় দুর্ঘটনা ঘটালেও তা রেহাই পেয়ে যায় কেবল মাত্র বৈধ মালিকের খোঁজ না মেলায়৷ এই প্রথা বন্ধের আশাতেই তাঁদের দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হওয়া বলে জানিয়েছেন রাকেশ আগরওয়াল৷
[গান্ধী জয়ন্তীতে বন্দিদের জন্য কল্পতরু কেন্দ্র]
এই মামলায় কেন্দ্রের পক্ষ থেকে দিল্লি হাই কোর্টে উপস্থিত ছিলেন স্ট্যান্ডিং কাউন্সেল রাজেশ গোগনা৷ বিচারকদের সামনে তিনি জানান, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল ও লেফটেন্যান্ট জেনারেলদের গাড়ির রেজিস্ট্রেশন করানোর প্রক্রিয়া ও বৈধ নম্বর প্লেট লাগানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ ইতিমধ্যে, উপরাষ্ট্রপতির দপ্তর, তাঁদের অধীনে থাকা ১৪টি গাড়ির রেজিস্ট্রেশন ও নম্বর প্লেট লাগানোর কাজ শেষও করে ফেলেছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.