সোমনাথ রায়, নয়াদিল্লি: মুম্বইয়ে আগামী বৃহস্পতি ও শুক্রবারের বৈঠকে আরও একধাপ এগোতে পারে ‘INDIA’। সূত্রের খবর, এই বৈঠক থেকে একজন কনভেনর চূড়ান্ত করবেন বিজেপি (BJP) বিরোধী জোটের সদস্যরা। একই সঙ্গে তৈরি হয়ে যেতে পারে ১১ সদস্যের কোঅর্ডিনেশন কমিটিও।
ওই কনভেনর ও কোঅর্ডিনেশন কমিটির কাজ হবে মূলত প্রতিটি শরিক দলের সঙ্গে যোগাযোগ স্থাপন করে ঐকমত্য গড়ে তোলা। এর মধ্যে যেমন থাকবে রাজ্যওয়াড়ি আসন সমঝোতার প্রাথমিক দিকনির্দেশ, তেমনই থাকবে আঞ্চলিক রাজনৈতিক সমীকরণের জেরে নিজেদের মধ্যে যাতে কোনও মতানৈক্য তৈরি না হয়, তা দেখা। এই মতানৈক্য দূর করা না গেলে ‘ইন্ডিয়া’-র ক্ষতি হতে পারে।
সূত্রের খবর, জোটের সমন্বয়ের জন্য ১১ জন সদস্যের কোঅর্ডিনেশন কমিটি তৈরি হবে। প্রধান বিরোধী দলের শীর্ষ নেতানেত্রীরাই তাতে থাকবেন। রাজ্য স্তরে বিরোধী দলগুলির মধ্যে আসন সমঝোতার জন্য একটি উপকমিটি তৈরি হবে। যার কাজ হবে বিভিন্ন রাজ্যে কোন সমীকরণে আসন সমঝোতা সম্ভব।
INDIA জোটের গত বৈঠকে ২৬টি দলের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। শোনা যাচ্ছে, এবার এনডিএ জোটের শরিক মহারাষ্ট্রের স্বাভিমানী শেতকারি সংগঠন যোগ দিতে পারে বৈঠকে। বিজেপির পুরনো শরিক মহারাষ্ট্রের কোলাপুর জেলার হাতকানাঙ্গালে কেন্দ্রের দু’বারের সাংসদ রাজু শেট্টি (Raju Shetti) আসতে পারেন বৈঠকে। এর বাইরে আরও আটটি দল ‘ইন্ডিয়া’য় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তাদের নিয়েও আলোচনা হতে পারে। র মধ্যে অসম, উত্তরপ্রদেশ ও পঞ্জাবের (Punjab) দল রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.