Advertisement
Advertisement
Crime

MBA পড়ুয়াকে অপহরণ করে মাথায় বন্দুক ঠেকিয়ে নগ্ন ভিডিও শুট, চাঞ্চল্য খাস দিল্লিতে

পরিবারের কাছে ২০ লক্ষ টাকা দাবি করে অভিযুক্তরা।

Nude Video Shot On Gunpoint of Kidnapped MBA Student, Accused Arrested | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 8, 2022 3:15 pm
  • Updated:February 8, 2022 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির এক এমবিএ পড়ুয়াকে অপহরণ করে গানপয়েন্টে নগ্ন ভিডিও শুট করার অভিযোগ উঠেছিল। মঙ্গলবার ওই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ (Delhi Police)। একই ঘটনায় জড়িত আরও দুই অভিযুক্তের খোঁজ চলছে। দু’দিন আগেই দিল্লির বাসিন্দা এক এমবিএ ছাত্র (MBA Student) ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রায় মাস তিনেক আগে ওই ছাত্রকে অপহরণ করা হয়। অপহৃত ছাত্রের মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর নগ্ন ভিডিও তোলা হয়। সেই ভিডিও দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করা হয় বলেও অভিযোগ।

দক্ষিণ দিল্লির বাসিন্দা ওই ছাত্র আত্মহত্যার চেষ্টা করার পরেই অপহরণ, যৌন হয়রানি ও ব্ল্যাকমেলিংয়ের ঘটনাটি সামনে আসে। জানা গিয়েছে, গানপয়েন্টে তোলা নগ্ন ভিডিও সূত্রে তাঁকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছিল। পরিস্থিতির চাপে আত্মহত্যার চেষ্টা করে সে।

Advertisement

[আরও পড়ুন: ‘লখনউ চিকন আর চিকেন কাবাব’, উত্তরপ্রদেশে রাজনৈতিক সফরে দুই পছন্দের কথা মমতার মুখে!]

গত বছরের অক্টেবর মাসের ২৩ তারিখে অপহরণ করা হয় ওই ছাত্রকে। অভিযোগ তাঁকে একটি ঘরে আটকে রেখে মাথায় বন্দুক ঠেকিয়ে নগ্ন ভিডিও তোলা হয়। আরও একটি ভিডিও তোলা হয় তাঁর, যেখানে সঙ্গে গাঁজা, চরস ও পিস্তল দেখা গিয়েছে। এই ভিডিও দু’টি দেখিয়ে ওই ছাত্রের কাছে ২০ লক্ষ টাকা দাবি করে অভিযুক্তরা। নচেত ভিডিও প্রকাশ্যে আনার হুমকি দেওয়া হয়। এই অবস্থায় পরিবার ৫ লক্ষ টাকা দেয় দুষ্কৃতীদের। যদিও এরপরেও ওই ছাত্রের নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়া হয় তাঁর বন্ধু ও আত্মীয়দের মধ্যে। এমনকি পয়লা ফেব্রুয়ারিতে নতুন করে পরিবারকে হুমকি দেওয়া হয়, বাকি ১৫ লক্ষ টাকা না মেটালে এমবিএ পড়ুয়াকে খুন করা হবে।

[আরও পড়ুন: PM CARES-এ জমা ১১ হাজার কোটি টাকা, খরচ মাত্র ৪ হাজার কোটি! ফের তোপের মুখে কেন্দ্র]

এরপরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন দক্ষিণ দিল্লির বাসিন্দা ওই এমবিএ ছাত্র। পরিবারের অভিযোগ, এক পুলিশ কনেস্টবল ধর্মপাল উলটে ওই ছাত্রের সঙ্গে খারাপ আচরণ করেন। অসহায় পরিস্থিতিতে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ছাত্র। যদিও পুলিশ জানিয়েছে, ছাত্রের অভিযোগের ভিত্তিতে রবিবার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকি দোষীদের খোঁজ চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement