Advertisement
Advertisement

Breaking News

Ajit Doval warns China

‘হুমকিতে ভয় না পেয়ে বৃহত্তর স্বার্থে লড়বে ভারত’, চিনকে হুঁশিয়ারি অজিত দোভালের

তাঁর এই মন্তব্যে তৈরি হয়েছে নতুন জল্পনা।

NSA Ajit Doval warns China, says 'will fight where threat emerges, will fight for greater good' । Sangbad Pratidin

তাঁর এই মন্তব্যে তৈরি হয়েছে নতুন জল্পনা।

Published by: Soumya Mukherjee
  • Posted:October 25, 2020 6:24 pm
  • Updated:October 25, 2020 10:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের পরে এবার চিনকে হুমকি দিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত দোভালও। পরিষ্কার বুঝিয়ে দিলেন ড্রাগনের চোখরাঙানিতে ভয় না পেয়ে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে নয়াদিল্লি। নিজেদের জন্য নয় তৈরি রয়েছে বৃহত্তর স্বার্থে লড়াই করতে।

লাদাখের গালওয়ান উপত্যকায় লালফৌজের সঙ্গে সংঘর্ষ হওয়ার পর থেকেই ভারতের সঙ্গে চিনের বিবাদ চরম আকার ধারণ করেছে। রবিবার এপ্রসঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (Ajit Doval) বলেন, ‘পরিস্থিতি হাতের বাইরে গেলে লড়াই করবে ভারত এবং এই লড়াই হবে বৃহত্তর স্বার্থে। নিজেদের জন্য নয়, সবার ভাল করতেই যুদ্ধ করবে। আমরা আমাদের রাষ্ট্রকে নিরাপদে রাখছি না, আমরা শুধুমাত্র আমাদের রাজ্যকে সুরক্ষিত করার চেষ্টা করছি। কারণ, ভারতীয় সাধুদের তৈরি রাষ্ট্র কোনওদিন ধ্বংস হয় না, রাজ্যের পরিসমাপ্তি হয়।’

Advertisement

[আরও পড়ুন: নভেম্বরের শুরুতেই বদলাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নম্বর, ডেলিভারির সময় লাগবে OTP]

অজিত দোভালের এই মন্তব্যের আগেই চিনের বিরুদ্ধে তোপ দাগেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রবিবার দার্জিলিংয়ে সুকনায় ভারতীয় সেনার ৩৩ নম্বর কর্পসের সদর দপ্তরে ‘শস্ত্র পুজো’ করেন তিনি। তারপর দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, ‘আমি বিশ্বাস করি দেশের এক ইঞ্চি জায়গা কাউকেই দখল করতে দেবে না ভারতীয় সেনাবাহিনী।’

বিজয় দশমীর অনুষ্ঠান থেকে চিনকে হুঁশিয়ারি দিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতও। ভারতীয় সেনার প্রতি তাঁর অগাধ আস্থা রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের অতি অবশ্যই প্রস্তুত হতে হবে। তবে ভারতীয় সেনাও চিনের দুঃসাহসিকতার উপযুক্ত জবাব দিয়েছে।’

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৫ জন লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকেই ভারত ও চিনের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। এখনও পর্যন্ত বড় কিছু না হলেও দু’পক্ষই একে অপরকে হুঁশিয়ারি দিচ্ছে।

[আরও পড়ুন: ‘কমল নাথের পায়ের ধুলোর যোগ্য নন শিবরাজ সিং চৌহান’, কটাক্ষ কংগ্রেস বিধায়কের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement