Advertisement
Advertisement
Ajit Doval

চলতি সপ্তাহেই রাশিয়া যাচ্ছেন অজিত ডোভাল, ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠক করবেন পুতিনের সঙ্গে!

ব্রিকস-এনএসএ বৈঠকেও অংশ নেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

NSA Ajit Doval may visit Russia this week
Published by: Biswadip Dey
  • Posted:September 8, 2024 12:16 pm
  • Updated:September 8, 2024 12:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর মস্কোয় থাকবেন তিনি। সাক্ষাৎ করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। কথা বলবেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে। এও জানা গিয়েছে, ওই সফরেই ব্রিকস-এনএসএ বৈঠকেও অংশ নেবেন ডোভাল। শেষবার এই বৈঠক হয়েছিল ২০২৩ সালে, জোহানেসবার্গে। সেবারও তাতে অংশ নেন তিনি।

ডোভালের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ব্রিকস-এনএসএ বৈঠকের পাশাপাশি রুশ ও চিনা নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। পুতিনের সঙ্গে ডোভালের বৈঠকে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে কথা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ভারতে থাকা নিয়ে অনিশ্চয়তা! ‘এদেশ ছাড়তে হলে মরেই যাব’, বলছেন লেখিকা]

প্রসঙ্গত, গত জুলাইয়েই রাশিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল প্রদান করেন পুতিন। পরে তাঁর সঙ্গে নৈশভোজের টেবিলেই ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে মোদি বলেন, “ভারত রাষ্ট্রসংঘের সনদকে সম্মান করে। পারস্পরিক ঐক্য এবং সার্বভৌমত্বকে সম্মান করায় বিশ্বাস রাখি আমরা। সেই ভাবনা থেকেই আমি মনে করি, যুদ্ধ কোনও সমস্যার সমাধান হতে পারে না। রণক্ষেত্রে কখনও এর সমাধানসূত্র পাওয়া যাবে না। বৈঠক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই শান্তির পথ খুঁজে বের করা সম্ভব।” যুদ্ধে সাধারণ নাগরিক ও শিশুদের মৃত্যু যে কোনওভাবেই কাম্য নয় বলে জানিয়ে দেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে ডোভালের সঙ্গে পুতিনের বৈঠকের দিকে তাকিয়ে থাকবে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: সিরাজদৌল্লা নয়, ভোগবিলাসে মত্ত এই মোঘল সম্রাটই খাল কেটে ব্রিটিশদের ভারত আনেন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement