Advertisement
Advertisement
এনআরএস

এনআরএস কাণ্ডের জের ভিনরাজ্যে, চিকিৎসকদের বিক্ষোভে একাধিক হাসপাতালে স্তব্ধ পরিষেবা

কোথাও কালো ব্যাজ পরে, কোথাও মাথায় ব্যান্ডেজ বেঁধে প্রতিবাদে চিকিৎসকরা৷

NRS row: Doctors start PAN-India movement, observing strike
Published by: Tanujit Das
  • Posted:June 14, 2019 11:43 am
  • Updated:June 14, 2019 11:43 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনআরএস হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকদের সমর্থনে শুক্রবার দেশজুড়ে আউটডোর পরিষেবা বন্ধ রেখেছেন দেশের সমস্ত এইমসের চিকিৎসকরা৷ এবার সেই বিক্ষোভকে সমর্থন জানালেন বিভিন্ন রাজ্যের অন্যান্য হাসপাতালগুলিও৷ সূত্রের খবর, এবার একই কায়দায় কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন মুম্বই, দিল্লি, নাগপুরের একাধিক হাসপাতালের চিকিৎসকরাও৷

[ আরও পড়ুন: বিহারে এনসেফেলাইটিসে ৪৩ জনের মৃত্যু, নির্বিকার প্রশাসন]

Advertisement

জানা গিয়েছে, এনআরএস কাণ্ডের প্রতিবাদে শুক্রবার কর্মবিরতি পালন করছেন মুম্বইয়ের লোকমান্য তিলক মিউনিসিপাল জেনারেল হসপিটালের চিকিৎসকরা৷ একই সিদ্ধান্তে উপনিত হয়েছেন দিল্লির সফরদরজং হাসপাতালে-সহ আরও বহু হাসপাতালের চিকিৎসকরাও৷ নাগপুর মেডিক্যাল কলেজেও বিক্ষোভ প্রদর্শন করছেন তাঁরা৷ এরাজ্যের বিভিন্ন হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকদের সমর্থনে অবস্থান বিক্ষোভ করবেন তাঁরা৷ জানাবেন নৈতিক সমর্থন৷ ফলে শুক্রবার জেশজুড়ে চিকিৎসা পরিষেবায় অচলাবস্থা তৈরি হতে চলেছে বলে আশঙ্কা ওয়াকিবহাল মহলের৷ এনআরএস কাণ্ডের প্রতিবাদে আগেই শুক্রবার দেশজুড়ে সরকারি হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন এইমসের চিকিৎসকরা। আন্দোলনরত চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে এদিন কর্মবিরতি পালন করছেন দিল্লি-সহ পাটনা, রায়পুর, রাজস্থান ও পাঞ্জাব এইমসের চিকিৎসকরাও৷ প্রতীকী বিক্ষোভ দেখিয়ে বৃহস্পতিবার রীতিমতো হেলমেট, ব্যান্ডেজ এবং কালো ব্যাজ পরে কাজে করেন ভিনরাজ্যের চিকিৎসকরা।

[ আরও পড়ুন: ‘বাংলা গুজরাট হয়েই গিয়েছে, এবার অযোধ্যা হবে’, মমতাকে আক্রমণ শিব সেনার ]

এছাড়া ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবারই সরব হয়েছে দি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন৷ পদত্যাগ করেছেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের সুপার সৌরভ চট্টোপাধ্যায় এবং প্রিন্সিপ্যাল শৈবাল মুখোপাধ্যায়৷ ওইদিন দুপুরেই মুখ্যমন্ত্রী এসএসকেএমে গিয়ে কর্মবিরতি প্রত্যাহারের চরম হুঁশিয়ারি দেওয়ার পর থেকে গণইস্তফার সিদ্ধান্ত নেন আন্দোলনরত চিকিৎসকরা৷ ইস্তফাপত্র পেশ করেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ৬৮ জন সিনিয়র ডাক্তার৷ তা গৃহীত না হলেও, এমন সাহসী পদক্ষেপ নিঃসন্দেহে আন্দোলনের শক্তি বাড়িয়েছে৷ তা দেখা যাচ্ছে শুক্রবারও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement