সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়ার সময়সীমা বেড়ে হল ৩০ জুন৷ তবে সাধারণ মানুষ এই বিশেষ সুযোগটি পাবেন না৷ এই সুবিধাটি ধার্য করা হয়েছে শুধুমাত্র প্রবাসী ভারতীয়দের জন্য৷ নোট বাতিলের পরও যে ভারতীয়রা দেশের বাইরে ছিলেন মূলত তাঁদের সুবিধার জন্যই এমন সিদ্ধান্ত নিল কেন্দ্র৷
নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা হয়ে গিয়েছে গত ৮ নভেম্বর৷ বাতিল নোট জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ ডিসেম্বর৷ কিন্তু প্রবাসী ভারতীয়দের ক্ষেত্রে এই বিষয়টি ছিল খানিক অন্যরকম৷ সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল ৯ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে যে প্রবাসী ভারতীয়রা দেশের বাইরে থাকবেন তাঁদের বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়ার সময়সীমা বাড়বে৷ প্রথমে চলতি বছরের ৩১ মার্চ অবধি সেই সময়সীমা ধার্য করা হয়েছিল৷ এবার সেই সময়সীমা বেড়ে হল ৩০ জুন পর্যন্ত৷
দেশের বিদেশমন্ত্রকের তরফ থেকে এদিন বলা হয়েছে, যে ভারতীয়রা দেশের বাইরে থাকেন তাঁদের জন্য বাতিল নোট জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩০ জুন অবধি করা হল৷ তাঁরা যাতে নিজেদের সুবিধা মতো দেশে ফিরে নোট জমা করতে পারে তারজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে একজন প্রবাসী সবচেয়ে বেশি ২৫ হাজার টাকার বাতিল নোট জমা করতে পারবেন৷ নেপাল ও ভুটানে থাকা ভারতীয়রাও এই পরিষেবা পাবেন বলে জানিয়েছে বিদেশমন্ত্রক৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.