Advertisement
Advertisement
প্রশান্ত কিশোর

ঘুরপথে এনআরসির ফন্দি আঁটছে মোদি-শাহ! হুঁশিয়ারি প্রশান্ত কিশোরের

কেন এমন বলছেন পিকে?

NRC would be back on track, warns Prashant Kishor
Published by: Subhajit Mandal
  • Posted:December 26, 2019 3:16 pm
  • Updated:December 26, 2019 4:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনআরসি নিয়ে ফের হুঁশিয়ারি দিলেন জেডিইউ নেতা তথা নির্বাচনী পরামর্শদাতা প্রশান্ত কিশোর (Prashant Kishor)। পিকের অভিযোগ, এনআরসি নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি বলে যে দাবি করা হচ্ছে, তা আসলে মোদি শাহ’র কৌশলগত পদক্ষেপ। দেশজুড়ে বিক্ষোভের চাপে এসব বলা হচ্ছে। বিক্ষোভের ফলে এনআরসি (NRC) নিয়ে তৎপরতা সাময়িকভাবে কমলেও, তা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না।

Prashant Kishor
সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন এর বিরোধীরা। প্রথমে সংখ্যালঘু মুসলিমরা আন্দোলন শুরু করলেও, ধীরে ধীরে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে, এবং তা গণআন্দোলনের রূপ নেয়। চাপের মুখে এনআরসি ইস্যুতে পিছু হটার ইঙ্গিত দেয় সরকার। দিল্লির রামলীলা ময়দানে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ঘোষণা করেন, দেশজুড়ে এনআরসির কোনও আলোচনাই হয়নি। অসমে এনআরসি হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, তাতে কেন্দ্রের কোনও ভূমিকা ছিল না। মোদির পর স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও (Amit Shah) এনআরসি নিয়ে পিছু হটার বার্তা দেন। প্রধানমন্ত্রীর সুরে তিনিও বলেন দেশজুড়ে এনআরসি নিয়ে এখনও আলোচনা হয়নি।

Advertisement

CAA

[আরও পড়ুন: ‘NPR করতে এলে ভুল তথ্য দিন’, কেন্দ্রের পরিকল্পনা রুখতে কড়া বার্তা অরুন্ধতী রায়ের ]

বৃহস্পতিবার প্রশান্ত কিশোর হুঁশিয়ারি দিলেন, মোদি শাহর এই পিছিয়ে যাওয়াটা কৌশলগত। এখনই নিশ্চিন্ত হয়ে বসে থাকা ঠিক নয়। এক টুইট বার্তায় তৃণমূলের নির্বাচনী পরামর্শদাতা বলছেন, “এনআরসি নিয়ে কোনও আলোচনা হয়নি, এই কথা বলাটা আসলে কৌশলগত পদক্ষেপ ছাড়া আর কিছুই না। বিক্ষোভের মুখে সাময়িকভাবে থেমে গিয়েছে ওঁরা। তবে, পুরোপুরি এনআরসি বন্ধ হয়ে যায়নি। হয়তো সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ পর্যন্ত অপেক্ষা করবে। আদালতের রায় যদি অনুকূলে যায়, তাহলেও ওঁরা আবার এনআরসির জন্য ঝাঁপাতে পারে।”

 

[আরও পড়ুন: ‘CAA নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে’, আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া দেশের সেনাপ্রধানের]

এনআরসি এবং সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে শুরু থেকেই বিজেপিকে কাঠগড়ায় তুলছেন প্রশান্ত কিশোর। কেন্দ্রীয় সরকারের এই দুই পদক্ষেপের তীব্র বিরোধী তৃণমূলের নির্বাচনী পরামর্শদাতা। এই বিরোধিতার জেরে নিজের দলেই বিক্ষোভের মধ্যে পড়তে হয়েছে প্রশান্ত কিশোরকে। এমনকী, খোদ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তাঁকে তলব করে হুঁশিয়ারি দেন। কিন্তু, তাতেও থামছেন না প্রশান্ত কিশোর। তাঁর সাফ কথা, যে কোনও মূল্য এনআরসি আটকাতে হবে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement