ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত ভারতীয় রাজনীতি। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে গোটা দেশে প্রায় ৩০ জনের মৃত্যু হয়েছে। জেলবন্দিও রয়েছে অনেকে। পরিস্থিতি দেখে বাংলাদেশের তরফে তাদের দেশ থেকে ভারতে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের তালিকা চাওয়া হয়েছে দিল্লির কাছে। কিন্তু, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বারবারই একে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে বিদেশমন্ত্রী সবাই একইসুরে কথা বলেছেন এই বিষয়ে। রবিবার ফের একই কথার পুনরাবৃত্তি করলেন বাংলাদেশ বর্ডার গার্ডে ডিজি(DG) মেজর জেনারেল মহম্মদ শাফিনুল ইসলাম।
দ্বিপাক্ষিক বৈঠকের জন্য বাংলাদেশ বর্ডার গার্ডের একটি প্রতিনিধি দল শাফিনুল ইসলামের নেতৃ্ত্বে ভারতে এসেছে। রবিবার সেই উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এনআরসির প্রসঙ্গে মুখ খোলেন BGB-এর ডিজি। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় নাগরিক পঞ্জির বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাই এবিষয়ে বাংলাদেশের কিছু বলার নেই। তবে অন্য দেশের সীমান্তরক্ষী বাহিনীর মতো বাংলাদেশও নিজেদের কাজ করবে। আমাদের কাজ অনুপ্রবেশ আটকানো। আমরা সেটাই করব। পাশাপাশি আমাদের দেশ থেকে ভারতে যাতে কেউ অবৈধভাবে ঢুকতে না পারে সেটাও দেখা হয়। এবিষয়ে ভারতের বিএসএফের সঙ্গে আমাদের যথেষ্ট আলোচনা হয়। বিভিন্ন বিষয়ে আমরা একে অপরকে সাহায্যও করি। আগামীতেও একইভাবে চলব।’
এরপরই তাঁকে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন করা হয়। নতুন এই ভারতীয় আইন অনুযায়ী, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিম নাগরিকদের ভারতে আশ্রয় দেওয়া হবে। কিন্তু, জায়গা পাবে না কোনও মুসলিম। এই বিষয়টিকে তিনি কীভাবে দেখছেন? এর উত্তরে তিনি কিছু বলতে চান না বলেই জানান।
কিছুদিন আগে পশ্চিমবঙ্গে কর্তব্যরত এক বিএসএফ জওয়ানকে গুলি করে হত্যা করে বিজিবির এক সদস্য। এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে শাফিনুল ইসলাম বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক, অনিয়ন্ত্রিত ও অপ্রত্যাশিত ঘটনা। এখনও এই বিষয়ে তদন্ত চলছে। তা শেষ হলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.