সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হল ভারত-বাংলাদেশের। শনিবার তিনটি নতুন প্রকল্পের যৌথভাবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিরক্ষা, বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় দুই দেশের একাধিক চুক্তি হল নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে। বাংলাদেশ থেকে এলপিজি আমদানি সংক্রান্ত তিনটি প্রকল্পের কাজও চূড়ান্ত হয়েছে।এবার থেকে প্রতি সপ্তাহে ভারত-বাংলাদেশে ১২০টি উড়ান চালুর ঘোষণাও হয়েছে এদিন। কথা হয়েছে এনআরসি ইস্যুতেও। সূত্রের খবর, শেখ হাসিনাকে ফের এটা ভারতের নিজস্ব বিষয় বলে আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদি। ভারতের সমস্ত নাগরিককে এনআরসি তালিকাভুক্ত করার জন্য দীর্ঘমেয়াদি এই প্রক্রিয়া চালানো হচ্ছে বলেও জানিয়েছেন।
সরকারি সূত্রে খবর, বাংলাদেশে উদ্বাস্তুদের সমস্যা সমাধানের গতিপ্রকৃতি নিয়ে মোদির সঙ্গে আলোচনা করেন হাসিনা। তাঁকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদি। ইতিমধ্যেই সে দেশের শরণার্থীদের জন্য ভারত ১২০ কোটি টাকা সাহায্য করেছে বাংলাদেশকে। রোহিঙ্গা ইস্যু নিয়েও বৈঠকে আলোচনা করেন হাসিনা। রোহিঙ্গাদের সামলাতে বাংলাদেশ সরকার ভাল পদক্ষেপ করেছে বলে প্রশংসা করেন মোদিও।
বাংলাদেশের উন্নয়নে ভারতের ভূমিকার কথা বারবার বলেছেন শেখ হাসিনা। শনিবারও তিনি বলেন, এলপিজি সরবরাহে দুই দেশের নাগরিকের ন্যূনতম চাহিদা মিটবে। পাশাপাশি, উত্তর-পূর্ব ভারতে গ্যাস সরাবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে নতুন প্রকল্প। মোদির দাবি, এদিন যে ১২টি দ্বিপাক্ষিক প্রকল্পের উদ্বোধন হল সেগুলি কর্মসংস্থান, দক্ষতা ও উন্নয়ন বৃদ্ধিতে সহযোগিতা করবে। যার ফলে দুই প্রতিবেশী দেশের মানুষই লাভবান হবে। দ্বিপাক্ষিক প্রকল্পের উদ্বোধন ও চুক্তির সময় উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, রেলমন্ত্রী পীযূষ গোয়েল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
চারদিনের ভারত সফরে এসেছেন শেখ হাসিনা। সূত্রের খবর, বিভিন্ন সরকারি কাজের পাশাপাশি রবিবার একসঙ্গে মধ্যাহ্নভোজ করবেন মোদি-হাসিনা। মেনুতে থাকছে দহি ভাল্লা পাপড়ি, বাদশাহি পোলাও, ভরওয়ান কুম্ভ রোগানি, শাহি ডুংরি ডাল ও ছানার মালপোয়ার মতো লোভনীয় পদসম্ভার। সবশেষে ফিল্টার কফি অথবা কাশ্মীরি কাহওয়া চা। মধ্যাহ্নভোজের আসরে হাসিনার মনোরঞ্জনের জন্য গানের আসরের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর দপ্তর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.