সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার অযোধ্যায় সম্পন্ন হল ঐতিহাসিক রাম মন্দিরের (Ram Temple) ভূমিপুজো। ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে এই শুভমুহূর্তেই এল খারাপ খবর। এবার করোনায় আক্রান্ত (Corona) হলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আইনমন্ত্রী ব্রিজেশ পাঠক। এই নিয়ে যোগী সরকারের মন্ত্রিসভার ৯ সদস্য মারণ এই রোগে আক্রান্ত হলেন। এর দু’দিন আগেই আক্রান্ত উত্তরপ্রদেশের জলশক্তি মন্ত্রী ডা. মহেন্দ্র সিং। তারপর এবার ব্রিজেশ পাঠক।
এদিন টুইট (Twitter) করে নিজেই কোভিড পজিটিভ হওয়ার খবর দেন ব্রিজেশ পাঠক (Brijesh Pathak)। সোশ্যাল মিডিয়ায় মন্ত্রী লেখেন, ‘করোনার উপসর্গ দেখতে পাওয়ার পর, চিকিৎসকের পরামর্শে আমি করোনার পরীক্ষা করাই। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। গত কয়েকদিনে যাঁরা যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের কাছে আমার অনুরোধ এই সময় সরকারি নির্দেশিকা মেনে চলুন। নিজেরা কোয়ারেন্টাইনে থাকুন এবং অবশ্যই টেস্ট করিয়ে নিন।’
कोरोना के प्रारंभिक लक्षण लगने पर डॉक्टरों के परामर्श पर कराई गई कोविड-19की जाँच में मेरी रिपोर्ट positiveआयी है।अतःविगत दिनों मेरे संपर्क में आने वाले लोगों से अनुरोध है कि कृपया सरकार द्वारा निर्धारित कोविड-19की गाइडलाइंस के अनुसार स्वयं को क्वारंटाइन कर जाँच कराने का कष्ट करें
— Brajesh Pathak (@brajeshpathakup) August 5, 2020
আদতে করোনার দাপট থেকে রক্ষা পাচ্ছেন না রাজনীতিবিদ থেকে সেলেব- কেউই। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কাউকেই রেয়াত করছে না এই অদৃশ্য ভাইরাস। বিগ বি সুস্থ হয়ে গেলেও আপাতত হাসপাতালেই রয়েছেন অমিত শাহ (Amit Shah)। এদিকে, মঙ্গলবারই সংক্রমিত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুধুমাত্র যোগীর মন্ত্রিসভাতেই ৯ জন মারণ এই ভাইরাসে আক্রান্ত। এছাড়া উত্তরপ্রদেশ রাজ্য বিজেপির সভাপতি সতন্ত্র দেব সিংও করোনায় আক্রান্ত হয়েছেন। সঙ্গে আরও দুই বিধায়কেরও রিপোর্ট পজিটিভ এসেছে। গোরক্ষপুরের বিধায়ক দেবেন্দ্র প্রতাপ সিং এবং আগ্রার বিধায়ক যোগেন্দ্র উপাধ্যায়। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এর আগেই মৃত্যু হয়েছে আরেক মন্ত্রী কমল রানি বরুণের। এখানেই শেষ নয়, করোনায় আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.