Advertisement
Advertisement

ইন্টারনেট-স্মার্টফোন ছাড়াই এবার চলবে পেটিএম

শুধু এই লিঙ্কে ক্লিক উপায়টি জেনে নিন৷

Now use Paytm without internate
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 7, 2016 3:08 pm
  • Updated:December 7, 2016 3:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ইন্টারনেট ছাড়াই পেটিএম-এর মাধ্যমে লেনদেন করতে পারবেন সাধারণ মানুষ৷ প্রয়োজন নেই স্মার্টফোনেরও৷ প্রযুক্তির দৌড়ে পিছিয়ে পড়া আপনার ফিচার ফোনটি হাতে থাকলেই চলবে৷

সম্প্রতি এই অনলাইন লেনদেন সংস্থার পক্ষ থেকে ঘোষণাটি করা হয়েছে৷ এই বিশেষ সুবিধার জন্য ক্রেতা ও বিক্রেতাকে শুধুমাত্র ডায়াল করতে হবে ১৮০০-১৮০০-১২৩৪ টোল ফ্রি নম্বর৷ এক ফোনেই ইন্টারনেট ছাড়াই বিক্রেতা পেয়ে যাবেন তাঁর পণ্যের মূল্য৷

Advertisement

তবে এই পরিষেবা পাওয়ারও কিছু শর্ত রয়েছে৷ ক্রেতা-বিক্রেতা দু’জনকেই পেটিএম-এর নথিভুক্ত উপভোক্তা হতে হবে এবং একটি চার সংখ্যার পিন সেট করে রাখতে হবে৷ তারপরই ক্রেতা বিক্রেতার মোবাইল ফোন নম্বর, টাকার পরিমাণ ও চার সংখ্যার পিন দিয়ে মূল্য চোকাতে পারবেন৷ এই উপায়ে মোবাইল রিচার্জও করা যাবে৷

অবশ্য, পেটিএম-এ রেজিস্টার করতে এখনও সাধারণ মানুষের স্মার্টফোনই লাগবে৷ আর টোল ফ্রি নম্বরে ফোন করতে গেলে রেজিস্টার করা নম্বরই লাগবে৷ লাগবে না শুধু ইন্টারনেট৷

নোট বাতিলের ডামাডোলে ক্যাশলেস অর্থনীতির দিকে নজর পড়েছে আমজনতার৷ এই সুযোগ কাজে লাগাতে বিজ্ঞাপনের বহর বাড়িয়েছে অনলাইন লেনদেনকারী সংস্থাগুলি৷ আগে অনলাইন লেনদেন করতে ১ শতাংশ ফি নিত পেটিএম৷ তবে পরে বিনামূল্যে পরিষেবা দেওয়ার ঘোষণা করে সংস্থা৷ বিনামূল্যে লেনদেন করতে দেওয়ার সুযোগ দিচ্ছে মোবিকুইকও৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement