Advertisement
Advertisement
Supreme Court

মুখ পুড়ল মোদি সরকারের, মালয়ালম নিউজ চ্যানেলের উপর নিষেধাজ্ঞা বাতিল সুপ্রিম কোর্টে

সরকারের সমালোচনা মানেই রাষ্ট্র বিরোধিতা নয়, বলল শীর্ষ আদালত।

Now Supreme Court cancels Centre's ban on Malayalam news channel MediaOne | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 5, 2023 11:27 am
  • Updated:April 5, 2023 12:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্র বিরোধিতার অভিযোগে, তথা জাতীয় নিরাপত্তার প্রশ্নে মালয়ালম নিউজ চ্যানেল মিডিয়াওয়ানের (MediaOne) উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র। বুধবার সেই নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে বাতিল করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কথায় কথায় জাতীয় নিরাপত্তার প্রশ্ন তোলা যাবে না, সাফ জানাল শীর্ষ আদালত। উল্লেখ্য, দিল্লি হিংসার একপেশে খবর সম্প্রচারের অভিযোগ উঠেছিল এই চ্যানেলের বিরুদ্ধে। এরপরেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রোষের মুখে পড়ে চ্যানেলটি। যদিও আদালতের পর্যবেক্ষণ, সংবাদমাধ্যম সরকারের নীতি ও কর্মের সমালোচনা করলে তাকে দেশবিরোধী তকমা দেওয়া যাবে না। স্বচ্ছ গণতন্ত্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য।

সম্প্রতি জাতীয় নিরাপত্তার প্রশ্নে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry Of Information and Broadcasting) মিডিয়াওয়ানের লাইসেন্স পুনর্নবীকরণ বাতিল করে। বুধবার কেন্দ্রের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করল সুপ্রিম কোর্ট। তুলনায় ‘হালকা বিষয়ে’ জাতীয় নিরাপত্তার প্রশ্ন তোলায় স্বরাষ্ট্রমন্ত্রককেও একহাত নেয় বিচারপিতদের বেঞ্চ। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) মন্তব্য, “জনগণের অধিকার হনন করতে জাতীয় নিরাপত্তাকে ব্যবহার করা যায় না।” সংবাদমাধ্যমের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যবস্থা নেওয়ার পদ্ধতিরও তীব্র সমালোচনা করেন বিচারপতি চন্দ্রচূড়।

Advertisement

[আরও পড়ুন: সময় দেননি কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের পাওনার দাবিতে দিল্লিতে ধরনায় অভিষেক-সহ TMC সাংসদরা]

উল্লেখ্য, মিডিয়াওন সেই টিভি চ্যানেলগুলির একটি, যারা ২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লি এবং দেশের অন্যান্য অংশে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের সংবাদ পরিবেশন করেছিল ব্যাপক হারে। বিচারপতিদের বক্তব্য, নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের স্বপক্ষে ন্যায্য বস্তুগত তথ্য বা প্রমাণ দিতে পারেনি কেন্দ্র। বলা হয়, “জঙ্গিযোগের হদিশ মেলেনি। হাওয়ায় ভাসিয়ে জাতীয় নিরাপত্তার প্রশ্ন তোলা যাবে না। এমন কিছুই মেলেনি যা জাতীয় নিরাপত্তা বিরোধী বা আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে পারে। ” প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বেঞ্চের সাফ কথা, সরকারকে এমন অবস্থানের অনুমতি দেওয়া যাবে না, যে সংবাদমাধ্যমগুলিকে সরকারকে সমর্থন করতেই হবে। সরকারের সমালোচনা কোনও টিভি চ্যানেলের লাইসেন্স বাতিলের কারণ হতে পারে না।

[আরও পড়ুন: হাজতেও বিশেষ সুবিধা পেয়েছেন অনুব্রত? উত্তর দিতে দিল্লির ED দপ্তরে আসানসোল জেল সুপার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement