Advertisement
Advertisement
Bahanaga

বাহানাগা বাজার স্টেশনের লাইন মেরামতি, বৃহস্পতিবারও ২৬টি ট্রেন বাতিল করল রেল

দুর্ঘটনার তদন্তে নেমে পাঁচ ব্যক্তিকে হেফাজতে নিল CBI।

Now SCR cancels 15 trains due to track maintenance works at Bahanaga Bazar Station | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 14, 2023 9:36 am
  • Updated:June 14, 2023 10:42 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে চলছে ভয়াবহ দুর্ঘটনার সিবিআই (CBI) তদন্ত, অন্যদিকে চলছে বাহানাগা বাজার স্টেশনকে (Bahanaga Bazaar Station) স্বাভাবিক করার প্রক্রিয়াও। বৃহস্পতিবার স্টেশনের লাইন মেরামতির কাজের জন্য বাতিল হল খড়্গপুর ডিভিশনের ২৬টি দূরপাল্লার ট্রেন। পাশাপাশি বদল হচ্ছে বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ।

মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে রেলের তরফ জানানো হয়েছে, ১৫ জুন পুরী-জলেশ্বর, ভুবনেশ্বর-বালেশ্বের, ভদ্রক-বালেশ্বর, ভদ্রক-হাওড়া স্পেশাল এক্সপ্রেস বাতিল হচ্ছে। লাইন মেরামতির কাজে বৃহস্পতির বাতিল হচ্ছে মোট ২৬টি ট্রেন। পাশাপাশি ০৮০৬৩ খড়্গপুর-ভদ্রক স্পেশাল ট্রেনটির ওই দিন বালেশ্বর অবধি যাবে। সেখান থেকে যাত্রা শুরু করবে ০৮০৬৪ ভদ্রক-খড়্গপুর স্পেশাল। এছাড়াও ঘুরপথ ধরবে যোগনগরী হৃষীকেশ-পুরী এক্সপ্রেস। ছুটবে ঝাড়সুগুদা রোডের রুট ধরে।

Advertisement

[আরও পড়ুন: মুসলিম তরুণীকে প্রেমের নৃশংস ‘শাস্তি’! যুবককে খুন করে আট টুকরো করা হল দেহ]

গত ২ জুন ওড়িশার বাহানাগা বাজার স্টেশনের (Bahanaga Bazar Station) কাছে দুর্ঘটনার কবলে পড়ে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express)। দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১২০০-র বেশি। রেলের গাফিলতি না অন্তর্ঘাত? তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। তদন্তে বাহানাগা বাজার স্টেশনের একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এরপর গত রবিবার পাঁচজনকে হেফাজতে নিয়েছে তদন্তকারী সংস্থা। এদের মধ্যে রয়েছে বাহানাগা বাজার স্টেশনের অ্যাসিসট্যান্ট স্টেশন ম্যানেজারও।

[আরও পড়ুন: অজান্তে যৌনকর্মীর সঙ্গে লিভ-ইন! আত্মহত্যার চেষ্টা ‘দ্য কপিল শর্মা শো’-এর অভিনেতার]

এদিকে ওড়িশার ট্রেন দুর্ঘটনা নিয়ে ভুয়ো খবর ছড়ানোর দায়ে তামিলনাড়ুর এক ব্যক্তিকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। পেশায় আইনজীবী কন্যাকুমারী নামের ওই ব্যক্তি ফেসবুক পোস্টে দাবি করেন, দুর্ঘটনার পর থেকেই আত্মগোপন করে আছেন বাহানাগা বাজার স্টেশনের স্টেশন মাস্টার মহম্মদ শরিফ আহমেদ। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন কন্যাকুমারী। এরপরেই ভুয়ো খবর ছড়ানোর দায়ে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement