ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার তাঁর প্যারোলে জেলমুক্ত হওয়া নিয়ে বিতর্ক হয়েছে। সেই বিতর্কের মাঝেই ফের প্যারোলে জেলের বাইরে ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিং। এবার তাঁকে ২১ দিনের জন্য জেলের বাইরে থাকার অনুমতি দিল হরিয়ানা সরকার। উল্লেখ্য, জানুয়ারির শুরুতেও ৩০ দিনের জন্য প্যারোলে মুক্ত হয়েছিলেন রাম রহিম।
৫৭ বছরের স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে খুন ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। ২০০২ সালে ডেরার রাজ্য কমিটির সদস্য রণজিৎ সিংয়ের খুনের মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। যদিও গত মে মাসে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট বেকসুর খালাস করেছে রাম রহিমকে। যদিও আশ্রমের ভিতরে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে নিম্ন আদালতে ২০ বছরের সাজা খাটছেন ডেরা প্রধান। বর্তমানে রোহতকের সুনিয়া জেল রয়েছেন তিনি।
২০২০ সাল থেকেই নিয়মিত প্যারোলে জেলের বাইরে থেকেছেন রাম রহিম। হিসাব করলে পাঁচ বছরে জেলমুক্ত ছিলেন ৩২৬ দিন। ২০২৪ সালের ২০ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাম রহিম মোট ১৪২ দিন প্যারোলে মুক্তি পেয়ে জেলের বাইরে ছিলেন। অর্থাৎ, গত এক বছরে চার মাসই প্যারোলে মুক্ত ছিলেন তিনি।
ধর্মগুরুর ঘন ঘন প্যারোলে মুক্তি নিয়ে বারবার নানা মহলে প্রশ্ন উঠেছে। ওয়াকিবহাল মহলের অভিযোগ, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে সিরসা এলাকায় রামরহিমের ডেরার প্রচুর সংখ্যক ভক্ত ওরফে ভোটব্যাঙ্ক থাকার জন্য তিনি রাজনৈতিক দলগুলির থেকে সুবিধা পেয়ে থাকেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.