Advertisement
Advertisement

হাল ফ্যাশনের পোশাকে দেখা যাবে রেলকর্মীদের

রেলকর্মীদের পোশাক এতকাল তৈরির দায়িত্ব দেওয়া হত রেলের মহিলা কল্যাণ সমিতিকে৷ তারাও চিরচারিত রীতি মেনে একই ঢঙের পোশাক তৈরি করত৷ কিন্তু এবার তা বদলাচ্ছে বিশ্ব মর্যাদা সম্পন্ন ফ্যাশন ডিজাইনার রিতুর হাতে৷ পঁচিশ বছর ধরে ফ্যাশন ডিজাইনে পরিপক্ক রিতু বেশ আত্মবিশ্বাসী নিজের কাজ নিয়ে৷

Now, railway staff will don uniforms designed by Ritu Beri
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 12, 2016 1:30 pm
  • Updated:February 7, 2019 6:18 am  

আর আদ্যিকালের পোশাক নয়৷ হাল ফ্যাশনের ডিজাইনার পোশাকে এবারে সাজতে চলেছেন রেল কর্মীরা৷ সৌজন্যে ফ্যাশন ক্যুইন ঋতু বেরি৷ যাঁর পোশাকে এতদিন দর্শকদের মন কেড়েছেন হলিউডের নিকল কিডম্যান, অ্যান্ডি ম্যাকডোয়েল, বলিউডের মাধুরী দীক্ষিত, প্রীতি জিন্টারা৷ নজর কেড়েছেন বৃটেনের যুবরাজ চার্লসও৷

রেল বোর্ডের চেয়ারম্যান এ কে মিত্তল বলেন, যাত্রীদের সঙ্গে সরাসরি সম্পর্ক রাখেন এমন কর্মীদের পোশাকে বৈচিত্র আনতে রেল এবার দায়িত্ব দিয়েছে খ্যাতিমান এই ফ্যাশন ডিজাইনারকে৷ ভারতীয় রেলের এই গুরুভার পেয়ে ঋতুও উচ্ছসিত৷ তিনি বলেন, আমার জীবন রূপকথার মতো৷ ফলে নিত্যনতুন বৈচিত্র তুলে আনি৷ রেলের মতো গুরুত্বপূর্ণ সংস্থার কর্মীদের পোশাকে বৈচিত্র ও রঙের সঙ্গে ব্যক্তিত্বও ফুটিয়ে তোলা হবে৷

Advertisement

সরাসরি যাত্রীদের সঙ্গে সম্পর্কযুক্ত রেলকর্মীদের মধ্যে রয়েছেন স্টেশন মাস্টার, ট্রেনের চালক, গার্ড, টিকিট পরীক্ষক ও বুকিং ক্লার্করা৷ স্টেশনের সর্বোচ্চ কর্তা স্টেশন মাস্টার৷ তাঁর পোশাকের রং সাদা৷ একটি ট্রেনের সর্বময় কর্তা গার্ড৷ তাঁরও পোশাক সাদা৷ চিরকাল সাদা রঙেই ব্যক্তিত্ব ফোটাতে চেয়েছে প্রশাসন৷ এতে যেমন একঘেয়েমি এসেছে, তেমনই সাদা অধিক ব্যবহারে মলিন হয়েছে৷  টিকিট পরীক্ষকদের সাদা পোশাকের উপর কালো কোট, টিকিট পরীক্ষক মহিলাদের শাড়ির রং খয়েরি৷ ট্রেনের চালকদের আসমানি জামার সঙ্গে নেভি ব্লু প্যাণ্ট, বুকিংবাবুদের পোশাকও ওই ধাঁচেরই৷ মহিলাদের নেভি ব্লু শাড়ি৷

রেলকর্তাদের মতে, মানানসই রঙের বাহার না থাকায় কর্মীরা অধিকাংশ সময়েই তা এড়িয়ে চলেন৷ ইদানীং কর্মীদের মধ্যে উচ্চ শিক্ষিতের হার বেড়েছে৷ বেড়েছে সমাজ সচেতনতা৷ ব্যক্তিত্ব প্রকাশের রাস্তা পোশাক৷ ফলে তাতে বৈচিত্র না থাকলে যাত্রীর কাছে যেমন নিজেকে গুরুত্বহীন মনে হবে, তেমনই মানসিক অবস্থানেরও অবদমন ঘটে৷ এই পরিস্থিতির বদল আনতেই ঋতু বেরিকে পোশাকে বৈচিত্র আনার দায়িত্ব দেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর৷

রেলকর্মীদের পোশাক এতকাল তৈরির দায়িত্ব দেওয়া হত রেলের মহিলা কল্যাণ সমিতিকে৷ তারাও চিরচারিত রীতি মেনে একই ঢঙের পোশাক তৈরি করত৷ কিন্তু এবার তা বদলাচ্ছে বিশ্ব মর্যাদা সম্পন্ন ফ্যাশন ডিজাইনার রিতুর হাতে৷ পঁচিশ বছর ধরে ফ্যাশন ডিজাইনে পরিপক্ক রিতু বেশ আত্মবিশ্বাসী নিজের কাজ নিয়ে৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement