Advertisement
Advertisement
Mallikarjun Kharge

বজরং দল নিষিদ্ধ নিয়ে খাড়গের বিরুদ্ধে ১০০ কোটির মানহানির মামলা! তলব আদালতের

কংগ্রেস সভাপতির বিরুদ্ধে মামলা করেন বজরং দল হিন্দুস্তানের সভাপতি।

Now Punjab Court Summons Mallikarjun Kharge In rupees 100-Crore Defamation Case | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:May 15, 2023 4:03 pm
  • Updated:May 15, 2023 4:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের (Congress) কর্ণাটক (Karnataka) জয়ের পর রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করেছিলেন, মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) চাণক্য-চালেই সে রাজ্যে সংখ্যালঘু ভোট একজোট হয়েছে। যা কংগ্রেসের পক্ষে গিয়েছে। দলের নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছিল, “ক্ষমতায় এলে বজরং দলকে (Bajrang Dal) নিষিদ্ধ করা হবে”। এর জেরেই ১০০ কোটি টাকার মানহানি মামলায় পাঞ্জাবের (Punjab) সাঙরুরের আদালত তলব করল কংগ্রেস সভাপতিকে। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন বজরং দল হিন্দুস্তান নামে একটি সংগঠনের সভাপতি হীতেশ ভরদ্বাজ। সেই সূত্রেই খাড়গের নামে সমন পাঠাল আদালত।

শনিবার কর্নাটক বিধানসভা নির্বাচনে ১৩৫টি আসনে জিতে সে রাজ্য দখল করেছে কংগ্রেস। যার পর সম্মানের লড়াইয়ে অস্বস্তিতে গেরুয়া শিবির। বারবার সে রাজ্যে গিয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) প্রচার চালিয়েছিলেন। তারপরেও শোচনীয় হারে দায়ভার কার ঘাড়ে চাপানো হবে তা নিয়ে শংসয়ে বিজেপি। এমন রাজনৈতিক আবহে কংগ্রেস সভাপতি খাড়গের বিরুদ্ধে মামলা হয়েছিল পাঞ্জাবের আদালতে। উল্লেখ্য, কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে বলা হয়েছিল, ধর্ম, জাতের ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানো ব্যক্তি এবং সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে বদ্ধপরিকর কংগ্রেস। জানান হয়, ক্ষমতায় এলে বজরং দল, পিএফআইয়ের মতো চরমপন্থী সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হবে।

Advertisement

[আরও পড়ুন: ‘মাতৃদুগ্ধের বিকল্প নেই’, আদালতের নির্দেশে ১৮ মাসের সন্তান ফিরল মায়ের কোলেই]

বজরং দলর পক্ষে আইনজীবী দাবি করেন, কংগ্রেসের ইস্তেহারে বজরং দলের সঙ্গে সিমি এবং আলকায়দার মতো জঙ্গি সংগঠনের তুলনা টানা হয়েছিল। অন্যদিকে বিতর্কিত ইস্তেহার নিয়ে কংগ্রেস সভাপতি বলেছিলেন, জাতি এবং ধর্মের ভিত্তিতে ঘৃণা ছড়ানো ব্যক্তি এবং সংগঠনগুলির বিরুদ্ধে পদক্ষেপ করতে প্রতিশ্রুতিবদ্ধ কংগ্রেস। যার জেরে খাড়গের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা হয় পাঞ্জাবের সাঙরুরের আদালতে। সেই সূত্রে অভিযুক্ত কংগ্রেস নেতাকে তলব করল আদালত।

[আরও পড়ুন: ‘সব ঠিক হয়ে যাবে’, তিহাড় জেলে ভেজা চোখে মেয়েকে ভরসা জোগালেন অনুব্রত]

প্রসঙ্গত, বজরং দলের উপর নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী মোদিও। তিনি বলেন, একটা সময় রামনামের উপর বিধিনিষেধ জারি করতে সক্রিয় ছিল কংগ্রেস, এখন ‘জয় বজরংবলী’ স্লোগানদাতাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চাইছে তারা। এটা দুর্ভাগ্যজনক। এমন মন্তব্যের পরেও অবশ্য কর্ণাটকে হার এড়াতে পারেনি গেরুয়া শিবির। ৬৫ আসনে থেমেছে বাসবরাজ বোম্মাইয়ের দল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement