Advertisement
Advertisement

লালু-নীতীশমুক্ত বিহার গড়াই স্বপ্ন, নয়া দলের আবির্ভাবের আগেই লক্ষ্য জানালেন পিকে

২ অক্টোবর আত্মপ্রকাশ করবে পিকের দল।

Now Prashant Kishor's
Published by: Kishore Ghosh
  • Posted:August 4, 2024 11:50 pm
  • Updated:August 4, 2024 11:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিবসে তাঁর নতুন দল পথ চলা শুরু করবে। তার আগেই দলের প্রধান দুই লক্ষ্যের কথা ঘোষণা করে দিলেন প্রশান্ত কিশোর। এদিন লালু-নীতীশমুক্ত বিহার গড়ার অঙ্গীকার করলেন বিখ্যাত ভোটকুশলী। ঠিক কী বলেছেন পিকে?

পিকে জানান, তাঁর দল জন সুরজের প্রধান লক্ষ্যই হবে প্রথমত, যে কোনও প্রকারে বিহার থেকে পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে যাওয়া বন্ধ করা। দ্বিতীয়ত, বিহারকে সে রাজ্যের দুই প্রধান রাজনীতিক লালুপ্রসাদ যাদব এবং নীতীশ কুমারের শাসন থেকে মুক্ত করা। ভোটকুশলী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা প্রশান্তের বক্তব্য, ২ অক্টোবর কোনও দল গঠিত হচ্ছে না। বরং বিহারের এক কোটি মানুষ তাঁদের সন্তানদের ভবিষ্যৎ নির্ধারণ করতে একজোট হচ্ছেন।

Advertisement

 

[আরও পড়ুন: পরিত্যক্ত কালভার্টের নিচে উদ্ধার প্রচুর তাজা বোমা, চাঞ্চল্য সিউড়িতে]

রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট হিসাবে অবসর নেওয়ার পরে জন সুরজ অভিযান শুরু করেছিলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। বছর দুয়েক আগে শুরু হওয়া এই অভিযানকে অনেকে রাজনৈতিক দলের তকমা দিলেও তা অস্বীকার করেছিলেন। পিকের মত ছিল, যারা বদল চায়, এটা তাদের জন্য একটা মঞ্চ মাত্র। এখনই তিনি কোনও রাজনৈতিক দল তৈরি করছেন না। তবে আগামী দিনে যে তিনি নিজের দল গড়েই প্রত্যক্ষ রাজনীতিতে নামতে চান, তার স্পষ্ট ইঙ্গিতও দিয়েছিলেন।

 

[আরও পড়ুন: সাতসকালে নর্দমা থেকে উদ্ধার মহিলার দেহ, চাঞ্চল্য হাওড়ায়]

আগামী ২ অক্টোবর আত্মপ্রকাশ করবে পিকের সেই দল। আগামী বছর বিহারের (Bihar) বিধানসভা নির্বাচনের প্রত্যেকটি আসনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁর দল। পিকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, “২০-২৫টা আসন জিতে থেমে যেতে আসিনি। দুটো বছর সময় দিন, সব পালটে দেব।” পাশাপাশি বিহারের তিন দলকেও আলাদা করে বার্তা দিয়েছেন ভোটকুশলী।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement