Advertisement
Advertisement
Philips

বড়সড় লোকসানের জের, বিশ্বজুড়ে ৪ হাজার কর্মী ছাঁটাই ফিলিপসের

চলতি বছরে ৪৩০ কোটি ইউরো লোকসান হয়েছে সংস্থাটির।

Now Philips to cut 4000 jobs as company faces multiple challenges | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 24, 2022 9:57 pm
  • Updated:October 24, 2022 9:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসানের চাপে এবার কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল ফিলিপস (Philips)। সোমবার সংস্থার তরফে জানানো হয়, বিশ্বজুড়ে ৪ হাজার কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। চলতি বছরে ব্যাপক লোকসানের জেরে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে শতক পার করা কোম্পানিটি। তবে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত যে সহজ ছিল না, তা জানিয়েছেন সংস্থার নতুন সিইও (CEO) রয় জেকবস।

কোভিড (Covid) ও লকডাউনের জেরে বিশ্বের একাধিক বড় সংস্থা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। বহু ক্ষেত্রে ব্যাপক হার কর্মী ছাঁটাইয়ের ঘটনা দেখা গিয়েছে। এছাড়াও বেতন কমিয়ে দেওয়া হয়েছে, প্রোমোশন বন্ধ হওয়ার মতো ঘটনারও উদাহরণ রয়েছে। উল্লেখ্য, কোভিড-লকডাউন ছাড়াও দীর্ঘদিন ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এই সমস্ত কারণেই বাড়ছে বহুজাতিক সংস্থাগুলির কর্মী ছাঁটাইয়ে প্রবণতা। এবার যে কাজ করল ডাচ তথ্য সংস্থা ফিলিপস।

Advertisement

[আরও পড়ুন: টানা দেড় মাস পর ‘ভারত জোড়ো’ যাত্রায় দীপাবলির ‘বিরতি’, দিল্লি ফিরলেন রাহুল গান্ধী]

সপ্তাহ খানেক আগে দায়িত্ব নেওয়া সংস্থার নতুন সিইও রয় জেকবস এদিন জানিয়েছেন, কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত কড়া হলেও এর ফলে সংস্থার উৎপাদনশীলতা বাড়বে। সোমবার কোম্পানির তরফে বিবৃতি জারি করেন জেকবস। যেখানে বলা হয়, বিশ্ব জুড়ে কোম্পানির ৪ হাজার কর্মীকে সরানো হচ্ছে। এই সিদ্ধান্তকে হালকা ভাবে নেওয়া হচ্ছে না বলেও জানান তিনি। জানা গিয়েছে, চলতি বছরের শেষ কয়েক মাসে ৪৩০ কোটি ইউরো লোকসান হয় সংস্থাটির। এর জন্য কোভিডের মতো মহামারীর পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দাবি করছে সংস্থাটি। বাধ্য হয়ে ৫ শতাংশেরও বেশি কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দাবি ফিলিপসের।

[আরও পড়ুন: নগদ ১ লক্ষ টাকা, সোনা-রুপো, শাড়ি-ধুতি, মহার্ঘ দিওয়ালি উপহার বিলিয়ে বিতর্কে কর্ণাটকের মন্ত্রী]

প্রসঙ্গত, মাস দুয়েক আগে মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) একটি মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছিল। চরম আকার নিয়েছে সেই গুঞ্জন। শোনা যাচ্ছে, জুকারবার্গের সংস্থা ‘মেটা’র (Meta) ১২ হাজার কর্মী ছাঁটাই হতে চলেছে। স্বাভাবিক ভাবেই এই সম্ভাবনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে জুকারবার্গ জানিয়েছিলেন, ফেসবুকই একমাত্র টেক সংস্থা নয় যেখানে নতুন করে কর্মী নিয়োগ হচ্ছে না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়েই এক ছবি। এবার সামনে এল কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনাও। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছে, নিঃশব্দেই ব্যাপক কর্মী সংকোচনের পথে হাঁটতে চলেছে মেটা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement