Advertisement
Advertisement

অযোধ্যায় হোক রাম মন্দিরই, দাবি মুসলিম সংগঠনের

সুপ্রিম কোর্টের সেই পরামর্শকেই এবার হাতিয়ার করেছেন আজম খান৷

Now Muslim organisation supports construction of Ram Temple in Ayodhya
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 1, 2017 7:23 am
  • Updated:December 23, 2019 3:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় রাম মন্দির ইস্যু নিয়ে শুক্রবার শুনানি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ বাবরি মসজিদ নাকি রাম মন্দির? কী তৈরি হবে অযোধ্যায়? এই নিয়ে যখন দ্বিধাবিভক্ত দুই সম্প্রদায়ের মানুষ, তখন রাম মন্দির তৈরির পক্ষে সুর চড়াল লখনউয়ের এক মুসলিম সংগঠন৷

লখনউয়ের শ্রী রাম মন্দির নির্মাণ মুসলিম করসেবক মঞ্চের সভাপতি আজম খান, রাম মন্দির বানানোর দাবিতে শহরের রাস্তায় ১০টি হোর্ডিং টাঙিয়েছেন৷ যদিও এমন সাহসী পদক্ষেপ নেওয়ায় নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছেন তিনি৷ তাই নিরাপত্তার জন্য পুলিশের সাহাস্য চেয়েছেন তিনি বলে জানা গিয়েছে৷

Advertisement

[উত্তরপ্রদেশে ফের গণধর্ষণ, ধৃত ৩ নাবালক]

রাম জন্মভূমি বিষয়টি স্পর্শকাতর৷ তাই পারস্পরিক আলোচনার মাধ্যমেই প্রায় আড়াই দশক পুরনো রাম জন্মভূমি বিতর্কের সমাধান হোক৷ শীর্ষ আদালতের তরফে এমন পরামর্শই দেওয়া হয়েছিল৷ যদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হয় শুধুমাত্র তখনই আদালত এই ব্যাপারে হস্তক্ষেপ করবে৷ এমনটাই জানিয়ে দিয়েছিল প্রধান বিচারপতি খেহরের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ৷ এই পরামর্শের সৌজন্যেই নতুন করে খবরের শিরোনামে উঠে আসে অযোধ্যা বিতর্ক৷ সুপ্রিম কোর্টের সেই পরামর্শকেই এবার হাতিয়ার করে আজম খান তাঁর সম্প্রদায়ের মানুষকে সম্প্রীতির পথে হাঁটার কথা বলছেন৷

[এক ঝটকায় অনেকটা কমল পেট্রল ও ডিজেলের দাম]

এদিকে, রাম মন্দিরের দাবি তুলে পিটিশন ফাইল করেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী৷ সুপ্রিম কোর্টের পরামর্শের পর তিনি বলেন, মন্দির ও মসজিদ অবশ্যই তৈরি হওয়া উচিত৷ তবে মসজিদ সরযূ নদীর অন্য পারে তৈরি হওয়া উচিত৷ কিন্তু রামের জন্মস্থানের কোনও পরিবর্তন করা সম্ভব নয়৷ শুক্রবার সেই প্রসঙ্গেই বিজেপি নেতাকে সুপ্রিম কোর্ট জানায়, আলাদতের কাছে তাঁর কথা শোনার মতো সময় নেই৷ আদালতের কথায় তাঁর গলায় আক্ষেপ সুর৷ বলেন, “আমি এই সম্পত্তি নিজের জন্য চাইছি না৷ ওরা তা রেখে দিতেই পারে৷ কিন্তু ধর্ম নিয়ে স্বাধীনভাবে বলার কি সুযোগ মিলবে না?”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement