Advertisement
Advertisement

Breaking News

Mumbai

এবার মুম্বইয়ে লোকাল ট্রেনের বদলে চলবে বন্দে ভারত! অভিনব উদ্যোগ ভারতীয় রেলের

শুরুতে ২৩৮টি বন্দে ভারত চালানোর সিদ্ধান্ত।

Now Mumbai Local Trains Will Soon Be Replaced By Vande Bharat Trains | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:May 21, 2023 1:09 pm
  • Updated:May 21, 2023 1:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৫ বছর বয়স হয়েছে ভারতীয় গণতন্ত্রের। স্বাধীনতার অমৃত মহোৎসবে বন্দে ভারত (Vande Bharat) ট্রেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) স্বপ্নের প্রকল্প। আধুনিক প্রযুক্তিত তৈরি দূরপাল্লার দ্রুতগতির ট্রেন, এটাই বন্দে ভারতের চরিত্র। কিন্তু সেই ধারণ ভাঙতে চলেছে এবার। তোড়জোড় শুরু হয়েছে মুম্বইয়ে (Mumbai)। কিছুদিনের মধ্যেই সেখানে লোকাল ট্রেনের বদলে চলবে বন্দে ভারত। রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, শুরুতে ২৩৮টি বন্দে ভারত রেক বাণিজ্যনগরীর যাত্রীদের পরিষেবা দেবে। যা এতদিন চলা এসি লোকাল ট্রেনের জায়গা নেবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানোই লক্ষ্য, জানিয়েছে রেল।

মুম্বই আর্বান ট্রান্সপোর্ট প্রজেক্ট ৩ এবং ৩এ-র আওতায় ২৩৮টি বন্দে ভারত মেট্রো বা লোকাল চালাবে রেল। রেলের তরফে জানানো হয়েছে, যে সব ক্ষেত্রে শুরুর স্টেশন থেকে অন্তিম স্টেশনের মধ্যে ন্যূনতম ১০০ কিলোমিটার দূরত্ব রয়েছে সেই পথে চলবে এই ট্রেন। স্বভাবতই যাত্রাপথের গতি বাড়বে, সুবিধা হবে যাত্রীদের। বন্দে ভারত ট্রেনগুলিতে যাত্রী স্বাচ্ছন্দ্যও অনেকটাই বেশি। সেই সুবিধা পাবেন মুম্বইয়ের লোকাল ট্রেনের কয়েক লক্ষ যাত্রী। এসি লোকাল ট্রেন পরিষেবাকে প্রিমিয়াম বন্দে মেট্রোতে উন্নত করা হচ্ছে। অর্থাৎ, একপ্রকার অত্যাধুনিক এসি লোকাল ট্রেন হিসেবেই এগুলি চলানো হবে।

Advertisement

[আরও পডুন: ‘প্রধানমন্ত্রী নন, নতুন সংসদের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতির’, মোদিকে বিঁধে দাবি রাহুলের]

ইতিমধ্যে মুম্বই রেল বিকাশ নিগমকে এই বিষয়ে দরপত্র আহ্বান করারও ছাড়পত্র দিয়েছে রেল বোর্ড। বর্তমানে মুম্বই পশ্চিম রেল ছ’টি এবং মধ্য রেল পাঁচটি এসি লোকাল চালায়। এগুলিই বন্দে ভারতে বদলাতে চলেছে শিগগির। রেলমন্ত্রক এবং মহারাষ্ট্র সরকারের সম্মিলিত উদ্যোগে বদল আসছে মুম্বই আর্বান ট্রান্সপোর্ট পরিষেবায়। ভবিষ্যতে এরাজ্যের লোকাল ট্রেনের যাত্রীদের ভাগ্যেও কি শিকে ছিড়বে? যদিও কলকাতায় এসি লোকাল ট্রেন চলে না, যা পরিবর্তন করে বন্দে ভারত আসছে মুম্বইয়ে।

[আরও পডুন: ‘বাবা, তুমি সঙ্গেই আছ’, রাজীবের মৃত্যুবার্ষিকীতে আবেগে ভাসলেন পুত্র রাহুল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement