Advertisement
Advertisement

Breaking News

এবার গরুর জন্য পৃথক মন্ত্রকের পরিকল্পনা কেন্দ্রের!

সায় রয়েছে অমিত শাহের।

Now Modi Govt mulls Cow Ministry, says Amit Shah
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 2, 2017 5:38 am
  • Updated:August 2, 2017 5:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যুপথযাত্রী হাসপাতালে যাওয়ার জন্য গাড়ি পান না, অথচ গরুর জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা হয়। উত্তর প্রদেশেই এটা সম্ভব। এবার সেই রাজ্যে দাঁড়িয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানিয়ে দিলেন গরুর জন্য আলাদা মন্ত্রকেরও পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এই নিয়ে বেশ কিছু প্রস্তাবও জমা পড়েছে। অমিতের পাশে বসা যোগী আদিত্যনাথের চোখে-মুখে তৃপ্তির ছাপ। তিন বছর আগে থেকে যোগী গরুর জন্য আলাদা মন্ত্রকের দাবিতে তদ্বির করে যাচ্ছেন। মুথ্যমন্ত্রী হওয়ার পর তৎপরতা বেড়েছে অনেক গুন।

[গরুর সঙ্গে যোগী আদিত্যনাথের তুলনা টানলেন এই বলিউড অভিনেত্রী]

বহু দিন ধরে তিনি গো বাঁচাও আন্দোলনের ম্যাসকট। যোগী আদিত্যানাথের গোশালায় গরুদের উপস্থিতি এবং ভোর রাত থেকে চতুষ্পদদের যত্ন তাঁর দীর্ঘদিনের অভ্যাস। ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর গরুর জন্য আলাদা মন্ত্রকের জন্য তিনি দৌড়ঝাঁপ শুরু করেন। মুখ্যমন্ত্রী হয়ে দরবারের জোর আরও বাড়ান যোগী। সম্প্রতি লখনউয়ে গিয়েছিলেন অমিত শাহ। সাংবাদিক বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতির পাশেই বসেছিলেন যোগী। সেখানে অমিত শাহ জানান গরুর জন্য আলাদা মন্ত্রক তৈরির ব্যাপারে কেন্দ্র পরিকল্পনা নিয়েছে। এই নিয়ে বেশ কিছু পরামর্শ, দরখাস্ত এসেছে। প্রস্তাব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন অমিত শাহ। দলীয় সভাপতির মুখ থেকে এমন পদক্ষেপের খবরে বেজায় খুশি যোগী। সূত্রের খবর, কেন্দ্রর পাশাপাশি নিজের রাজ্যেও গরুর জন্য আলাদা মন্ত্রক তৈরি করতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

Advertisement

[বিজেপি শাসিত হরিয়ানায় বেঘোরে মৃত ২৫টি গরু]

তবে ইতিমধ্যে বিজেপি শাসিত রাজস্থানে গরু আলাদা মর্যাদা পেয়েছে। দেশের মধ্যে প্রথম এই রাজ্যে পৃথক গো-মন্ত্রক রয়েছে। সেখানে একজন পূর্ণমন্ত্রী রয়েছন। রয়েছেন একজন রাষ্ট্রমন্ত্রী। দুই মন্ত্রী একজন ডিরেক্টর ও ২৩ জন কর্মী কাজ করেন। দেশের বিভিন্ন রাজ্যে পশুপালন দপ্তর গরুর বিষয়টি দেখে। তবে কয়েকটি রাজ্য আইন সংশোধন করে গো রক্ষার জন্য আলাদা কমিশন করেছে। হরিয়ানা গরু পাচার নিয়ে একটি কমিশনের কাজ দেখাশোনা করে পুলিশ। তবে প্রস্তাবিত মন্ত্রকের কাজের বিষয় কী হবে তা অবশ্য জানা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement