Advertisement
Advertisement

Breaking News

যত সুন্দরী তত দর, রিচার্জের দোকানেই বিকোচ্ছে মহিলাদের ফোন নম্বর

দেখতে চলনসই৷ তাহলে ফোন নম্বরের দাম ৫০ টাকা৷ যদি হয় অসাধারণ সুন্দরী৷ তবে চড়চড়িয়ে দর বাড়ে৷

Now Mobile nos of girls for sale in UP Recharge Shops
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 3, 2017 8:57 am
  • Updated:February 3, 2017 8:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে চলনসই৷ তাহলে ফোন নম্বরের দাম ৫০ টাকা৷ যদি হয় অসাধারণ সুন্দরী৷ তবে চড়চড়িয়ে দর বাড়ে৷ এমনকী দাম ওঠে ৫০০ টাকা পর্যন্ত৷ এভাবেই সৌন্দর্যের উপর দর হাঁকিয়ে রিচার্জের দোকান থেকেই বিকোল মহিলাদের ফোন নম্বর৷

ঘটনা উত্তরপ্রদেশের৷ ফোনের মাধ্যমে হেনস্তার ঘটনা রুখতে পুলিশ হেল্পলাইন চালু করেছিলেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ সে রেকর্ড ঘাঁটতে গিয়েই তাজ্জব হয়ে যান পুলিশ অফিসাররা৷ দেখা যায়, গত চার বছরে যে ছয় লক্ষ অভিযোগ জমা পড়েছে তার নব্বই শতাংশই মহিলাদের৷ কেউ কেউ অভিযোগ করেছেন যে, তাঁদের অজানা নম্বর থেকে ফোন করে নানারকম কুপ্রস্তাব দেওয়া হয়েছে৷ কেউবা জানিয়েছেন, তাঁকে অশ্লীল ছবি পাঠানো হয়েছে৷ তদন্তে নেমে পুলিশ ফোন নম্বর বিক্রির ব়্যাকেটের সন্ধান পায়৷ দেখা যায়, রিচার্জের দোকান থেকেই দেদার বিকিয়েছে মহিলাদের ফোন নম্বর৷ যে যত সুন্দরী, তাঁর ফোন নম্বর বিকিয়েছে তত চড়া দামে৷

Advertisement

কেন মেয়ের বিয়েতে পণ দিতে হয়, শেখাচ্ছে পাঠ্যবই

অনেক সময়ই এই রিচার্জের দোকানের মালিকরা নানারকম সাহায্য করে থাকেন মহিলাদের৷ কখনও উপযুক্ত প্রমাণ ছাড়াই সিমকার্ড পাইয়ে দেওয়া হয়৷ এভাবেই মহিলাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করে নেয় তারা৷ ফলে মহিলারাও দ্বিধাহীন হযে রিচার্জের খাতায় ফোন নম্বর লিখে দেন৷ সেখান থেকেই গোটা চক্রের শুরু৷ আলাদা করে সেই ফোন নম্বর সরিয়ে রাখেন দোকানিরা৷ তারপর পুরুষমহলে তা বিক্রি করা হয়৷ দোকানিরাই জানিয়ে দেন, কোন মহিলা সুন্দরী, আর কে নন৷ বেশ কয়েকজন রিচার্জ দোকানি এ কথা স্বীকারও করেছে৷ তবে এটা যে কোনও অপরাধ এমনটা তাদের ভাবনায় নেই৷ বরং তারা বলছে, নিছক মজা করতেই এ কাজ করা হয়৷ এ ঘটনার জন্য এখনও কেউ গ্রেপ্তার হয়নি৷ তা আদৌ অপরাধমূলক কিনা তা নিয়েও ধন্দ আছে৷ তবে বেআইনিভাবে সিম কার্ড দেওয়ার জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ৷

অনলাইনে ৩৭০০ কোটি টাকার জালিয়াতি করে পুলিশের জালে ৩

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement