Advertisement
Advertisement
Aam Aadmi Party

দেশজুড়ে কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদ, এবার গণ অনশনের ডাক আপের

দিল্লিতে যন্তর মন্তরে চত্বরে সারাদিন ব্যাপী অনশন বিধায়কদের।

Now Mass Fasting of AAP Protest Against CM Arvind Kejriwal Arrest
Published by: Kishore Ghosh
  • Posted:April 7, 2024 3:48 pm
  • Updated:April 7, 2024 4:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। প্রতিবাদে এবার দেশজুড়ে গণ অনশনে আপ কর্মী ও সমর্থকরা। রবিবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আম আদমি পার্টির (AAP) এই কর্মসূচির কথা জানান দলীয় নেতা গোপাল রাই।

রবিবার সকালে সারাদিন ব্যাপী অনশন কর্মসূচিতে অংশ নিতে দিল্লির যন্তর মন্তরে জড়ো হন সমস্ত আপ বিধায়ক। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যদিও শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক দিয়েছে রাজধানীর শাসক দল। উল্লেখ্য, দলীয় নেতাদের গ্রেপ্তারির প্রতিবাদে আম আদমি পার্টি গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিল। সম্প্রতি দিল্লির রামলীলা ময়দানে সভা করেছিল ইন্ডিয়া জোট। সেখানেও কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে সোচ্চার হন বিরোধী নেতারা।

Advertisement

 

[আরও পড়ুন: উপাচার্যদের উনিই বেতন দিন! ‘শিক্ষাব্যবস্থা নিয়ন্ত্রণ’ ইস্যুতে রাজ্যপালকে তোপ ব্রাত্যর]

রাহুল গান্ধী-সহ বিরোধী নেতারা অভিযোগ করেন, ‘ম্যাচ ফিক্সিং’ করতেই বিরোধী দলের নেতাদের জেলে ভরছে মোদি সরকার। কার্যত ফাঁকা মাঠে গোল দিতে চায় তারা। রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের মেগা র‍্যালিতে অংশ নেয় কংগ্রেস, তৃণমূল-সহ অধিকাংশ বিরোধী দল। সেখানেই নিজের বক্তব্যে রাহুল বলেন, ‘আজ আইপিএল খেলা হচ্ছে। যেখান আম্পেয়ারদের চাপ রাখা হয়, টাকার বিনিময়ে খেলোয়াড়দের কেনা হয়, আবার অধিনায়কদের ম্যাচ জেতার জন্য হুমকি দেওয়া হয়, ক্রিকেটে এমন অবস্থাকেই ম্যাচ ফিক্সিং বলা হয়। সামনে লোকসভা ভোট। আম্পেয়ার পছন্দ করেছেন প্রধানমন্ত্রী মোদি। খেলা শুরুর আগেই আমাদের খেলোয়াড়দের গ্রেপ্তার করা হচ্ছে।’

 

[আরও পড়ুন: ‘রাহুল রাজনীতির সেরা ফিনিশার, কংগ্রেসকে ফিনিশ করবেই’, খোঁচা রাজনাথের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement