Advertisement
Advertisement

Breaking News

Manipur

অশান্তির ‘অজুহাতে’ অফিসে না এলেই বেতন কাটা যাবে, সরকারি কর্মীদের কড়া বার্তা মণিপুরে

১ লক্ষ সরকারি কর্মীর উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করেছে বীরেন সিং সরকার।

Now Manipur Govt Invokes 'No Work, No Pay' Rule For Employees Absent From Office | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 27, 2023 6:49 pm
  • Updated:June 27, 2023 6:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত মণিপুরে (Manipur) শান্তি ফেরাতে কার্যত নাজেহাল অবস্থা কেন্দ্র ও রাজ্য সরকারের। সেনা নামিয়েও থামানো যায়নি হিংসা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সফরের পরেও পরিস্থিতির অবনতি হয়েছে। এই অবস্থায় মণিপুরকে স্বাভাবিক করতে কড়া সিদ্ধান্ত নিল বীরেন সিং (N Biren Singh) সরকার। এবার থেকে অশান্ত পরিস্থিতির অজুহাতে অফিসে না এলে সরকারি কর্মীদের বেতন কাটা হবে, সাফ জানানো হল।

মণিপুরে প্রায় ১ লক্ষ সরকারি কর্মীর উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সমস্ত সরকারি কর্মী জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের থেকে বেতন পান, তাঁদের বিরুদ্ধে অনুমোদিত ছুটি ছাড়া ‘নো ওয়ার্ক নো পে’ নীতি লাগু হবে। সাম্প্রতিক হিংসার অজুহাত দেওয়া চলবে না। প্রত্যেক কর্মীর উপর নজর রাখতে কর্মীদের নাম, ঠিকানা, পদ এবং ‘এমপ্লয়ি আইডেন্টিফিকেশন নম্বর’ চেয়ে পাঠিয়েছে সংশ্লিষ্ট দপ্তরের সচিব।

Advertisement

[আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বিমানের সিটের পাশে মলত্যাগ, ফেললেন থুতুও! গ্রেপ্তার যাত্রী]

এদিকে মণিপুরে দাঙ্গাবাজদের ঢাল হয়ে দাঁড়িয়েছে প্রমীলা বাহিনী। পরিকল্পিত ভাবে নিরাপত্তারক্ষীদের কাজে বাধা দিচ্ছে তারা। এমনটাই জানিয়েছে সেনাবাহিনী। ঘটনাপ্রবাহ যে কতটা জটিল, তা তুলে ধরে ভিডিও প্রকাশ করেছে সেনার স্পিয়ার কোর।রাজ্যে আইনশৃঙ্খলা ফেরাতে ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা যে বাস্তবে কতটা কঠিন তা স্পষ্টতই ফুটে উঠেছে সেখানে। 

[আরও পড়ুন: বারো সেকেন্ডের দুর্ধর্ষ ডাকাতি, ৫ ডাকাতকে ধরতে ১৬০০ জনকে হেফাজতে নিল দিল্লি পুলিশ]

এদিকে রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, অশান্তির সুযোগ নিয়ে গত কয়েক দিনে ৩,৫০০ অস্ত্র এবং কয়েক লক্ষ গোলাগুলি থানা এবং বাহিনীর থেকে চুরি বা লুট হয়েছে। ওই অস্ত্র উদ্ধারে সম্প্রতি অভিযানে শুরু হলেও গত এক সপ্তাহে তেমন ফল মেলেনি। গত ৭ জুন থেকে অস্ত্র উদ্ধারের কাজে নেমেছে অসম রাইফেলস এবং সেনা। যদিও ৭০ শতাংশ অস্ত্র এখনও উদ্ধার হয়নি বলেই জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement