নন্দিতা রায়, নয়াদিল্লি: আগামী বছরের শুরুর দিকেই জম্মু-কাশ্মীরের বিধানসভা ভোট হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। সব ঠিক থাকলে এবারের ভোট পর্বে উপত্যকা থেকে বাস্তুচ্যুত যে সমস্ত কাশ্মীরি পন্ডিতরা (Kashmiri Pandit) জম্মু, দিল্লি-সহ দেশের অন্যান্য প্রান্তে রয়েছেন সেখান থেকেই ইভিএম বা পোষ্টাল ব্যালটের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
জানা গিয়েছে, নির্বাচন কমিশনের (Election Commission) তরফে বাইরে থাকা কাশ্মীরের ভোটারদের জন্য দুই ধরণের ফর্মের ব্যবস্থা রাখার কথা ভাবা হচ্ছে। নির্বাচন কমিশন ভোটের দশদিন আগে কমিশনের তরফ থেকে ফর্ম এম (ব্যক্তিগতভাবে ভোট দেওয়া) ও ফর্ম ১২ (পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া) বণ্টন করা হবে। যাতে কোন জায়গায় কতগুলি ইভিএম বা পোষ্টাল ব্যালটের ব্যবস্থা করতে হবে তা আন্দাজ করা যায়। সারা দেশে এমন বাস্তুচ্যুত কাশ্মীরি পণ্ডিতের সংখ্যা প্রায় ১ লক্ষ ৮০ হাজার। যারা কাশ্মীরের ভোটার তালিকায় রয়েছেন। কমিশনের তরফে প্রায় দু’লক্ষ ফর্মের ব্যবস্থা রাখা হবে বলেই সূত্রের খবর।
কাশ্মীরে বর্তমানে ভোটার তালিকার কাজ চলছে। শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ, গান্ডেরওয়াল,, কাজিগুন্ড, পহলগাঁওয়ের এমন অনেক মানুষ আছেন যারা কাশ্মীরের বাসিন্দা ছিলেন। কিন্তু বাস্তুচ্যুত হওয়ার পরে দেশের অন্যান্য অংশে বসবাস করছেন। বাস্তুচ্যুত কাশ্মীরের বাসিন্দাদের একটা বড় অংশ রয়েছেন জম্মুতেই। দিল্লিতে এমন ৫২ হাজারেরও বেশি বাস্তুচ্যুত মানুষ উপত্যকায় ভোট দেওয়ার যোগ্য। দিল্লির কাপসেহরা, জেকে হাউস এবং এনসিআরের শালিমার গার্ডেনে এই বাস্তুচ্যুত লোকদের ভোট দেওয়ার জন্য ক্যাম্প করা হবে।
কমিশন সূত্রের খবর, দফা ভিত্তিক ভোট হলে ওই দফায় ভোট দেওয়ার যোগ্য ভোটার সংশ্লিষ্ট ক্যাম্পে ওই দিনই ভোট দিতে পারবেন। বিভিন্ন সংগঠনের ভোট বয়কটের ঘোষণা বা নিরাপত্তার কারণে কাশ্মীরে খুব কমই ১০ থেকে ১২ শতাংশ ভোট পড়ার চল রয়েছে। এই পরিস্থিতিতে, উপত্যকা থেকে বাস্তুচ্যুত লোকেরা বাস্তুচ্যুত স্থান থেকে ভোটাধিকার পেলে ভোটের শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাস্তুচ্যুত কাশ্মীরি ভোটাররা নিজেদের এলাকা থেকে ভোট দিতে পারলে তাতে আখেরে বিজেপি (BJP) লাভবান হবে বলেই মনে করছে ওয়কিবহাল মহল। কাশ্মীরি পন্ডিতদের সমস্ত ভোটই যে বিজেপি ঝুলিতে যাবে সেকথা বলার অপেক্ষা রাখে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.