Advertisement
Advertisement

এবার চিনকে রুখতে আসরে ভারতীয় রেল

বেজিংয়ের কুমতলব বুঝতে পেরেছে দিল্লি৷

Now Indian Railway to counter China's aggressive maneouver
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 8, 2017 9:40 am
  • Updated:February 8, 2017 9:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাত্রী পরিষেবা থেকে শুরু করে সমস্ত দেশে খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান দেয় ভারতীয় রেল৷ যুদ্ধ পরিস্থিতিতে সৈন্য দের যাতায়াত ও রসদ পৌঁছে দেয় রেল৷ ১৬৪ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী ভারতীয় রেল এবার ঠেকাবে আগ্রাসী চিনকে৷ ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করে গড়ে তুলছেন৷ ভারতীয় সেনাকে সাজিয়ে তোলা হচ্ছে অত্যাধুনিক অস্ত্রে৷ তবে এবার আসরে ভারতীয় রেল৷ শুধু স্থলে নয়, এবার জলেও লালফৌজের পথ আটকে দাঁড়াবে ভারতীয় রেল৷ দেশের উত্তর-পূর্বাঞ্চল থেকে বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবার দ্বীপ সমূহে রেলকে কৌশলগত সম্পদ হিসেবে গড়ে তোলা হচ্ছে৷

চিনের এই ৫টি অস্ত্রেই চিন্তিত ভারত

ভারত ও চিনের মধ্যে সীমান্ত নিয়ে বিবাদ বহু পুরনো৷ অরুণাচল প্রদেশের উপর নিজেদের অধিকার নিয়ে বরাবর দাবি জানিয়ে এসেছে চিন৷ অরুণাচল সীমান্তে বেশ কয়েকটি সৈন্য ঘাঁটিও স্থাপন করেছে লালফৌজ৷ যুদ্ধ শুরু হলে সহজেই চিনা ফৌজ অরুণাচলে ঢুকে পড়তে পারবে৷ তাই এবার অরুণাচলে দ্রুত রেল নেটওয়ার্ক গড়ে তুলছে কেন্দ্র সরকার৷ এর দ্বারা সহজেই ভারত সৈন্য ও রসদ সীমান্তে পৌঁছে দিতে পারবে৷

Advertisement

ভারতের সঙ্গে দোস্তি বাড়াচ্ছে শ্রীলঙ্কা, গোঁসা চিনের

সম্প্রতি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সব থেকে বড় দু’টি শহর পোর্ট ব্লেয়ার ও দিগলিপুরকে রেলের মাধ্যমে জুড়ে দেওয়ার প্রকল্প ঘোষিত হয়েছে৷ বিশ্বের ব্যস্ততম বানিজ্যিক পথ মালাক্কা প্রণালীর উপর নজর রেখে ভারত মহাসাগরে আদিপত্য বজায় রাখার চেষ্টায় এই পদক্ষেপ ভারতের৷ সম্প্রতি, ভারত অত্যাধুনিক কামান কেনার জন্য ৭০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে৷ সূত্রের খবর, এই কামানগুলি বিশেষভাবে চিন সীমান্তে মোতায়েন করা হবে৷ এছাড়াও ৯০,০০০ সৈনিকদের নিয়ে গড়ে তোলা হচ্ছে মাউন্টেন কর্পস৷ পাহাড়ি এলাকায় যুদ্ধে পারদর্শী এই সৈন্যদলটি লালফৌজের উস্কানির জবাব দেবে৷

নিশানায় ভারত-আমেরিকা ও জাপান, মহড়ায় নামল চিনের ‘রকেট ফোর্স’

তিক্ত অভিজ্ঞতা৷ পারস্পরিক সন্দেহ৷ কৌশলগত দ্বন্দ্ব ও আধিপত্যের লড়াই৷ এই কটা শব্দেই পরিষ্কার ভারত-চিন সম্পর্কের ছবি৷ বিশ্বমানচিত্রে আধিপত্যের লড়াইয়ে এশিয়া মহাদেশের পরমাণু শক্তিধর এই দুই দেশ ক্রমশ এগিয়ে যাচ্ছে সংঘাতের দিকে৷ নিউক্লিয়ার গ্রুপ থেকে শুরু করে পাকিস্তানকে মদত দেওয়া, ক্রমাগত ভারতকে দাবিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন৷ তবে বেজিংয়ের কুমতলব বুঝতে পেরেছে দিল্লি৷ তাই এবার সাজিয়ে তোলা হচ্ছে ভারতীয় সেনাকে৷

নিশানায় ভারত-আমেরিকা ও জাপান, মহড়ায় নামল চিনের ‘রকেট ফোর্স’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement