Advertisement
Advertisement
INDIA Allaince

ফের এক মঞ্চে INDIA জোটের প্রতিনিধিরা, INLD-র আমন্ত্রণে হরিয়ানায় পওয়ার-নীতীশ

INDIA জোটের শরিক হচ্ছে আইএনএলডি? জল্পনা তুঙ্গে।

Now INDIA Allaince attends INLD founder Devi Lal's birth anniversary programme in Haryana | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 25, 2023 5:35 pm
  • Updated:September 25, 2023 7:57 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: বিজেপি বিরোধী আরেক আঞ্চলিক দলের ডাকে ফের একমঞ্চে INDIA জোটের প্রতিনিধিরা। হরিয়ানার INLD বা ইন্ডিয়ান ন্যাশনার লোকদলের প্রতিষ্ঠাতা দেবী লালের জন্মদিবস উপলক্ষে সেখানে জড়ো হচ্ছেন নীতীশ কুমার, শরদ পওয়াররা। ফলে হরিয়ানায় (Haryana) এই অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি সেখানে নিজেদের মধ্যে একপ্রস্থ বৈঠক হওয়ার সম্ভাবনা থাকছেই।

চব্বিশের লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে বিজেপি বিরোধী দলগুলি মিলে তৈরি করেছে INDIA জোট। তাতে রয়েছে কংগ্রেস (Congress), তৃণমূল, আরজেডি, জেডিইউ, এনসিপি-সহ ২৬টি দল। আরেক বিজেপি বিরোধী দল হরিয়ানার আইএনএলডি-ও সম্প্রতি জোটে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে। জেডিইউ তাদের স্বাগতও জানিয়েছে। কিন্তু এখনও তাঁরা আনুষ্ঠানিকভাবে জোটে অংশ নেয়নি। হয়ত দেবী লালের জন্মদিবসের অনুষ্ঠানে তার সূত্রপাত ঘটবে।

Advertisement

[আরও পড়ুন: ফের নতুন রূপে ছড়াতে পারে করোনা ভাইরাস! হুঁশিয়ারি চিনের ‘বাদুড়-মানবী’র]

গত সপ্তাহে আইএনএলডি-র নেতা অভয় সিং চৌটালা জানিয়েছিলেন, দলের প্রতিষ্ঠাতা দেবী লালের জন্মবার্ষিকীতে INDIA জোটের নেতাদের আমন্ত্রণ জানানো হবে। সেইমতো আমন্ত্রণপত্র পাঠানো হয় প্রত্যেক দলের প্রতিনিধিকে। দেবী লাল প্রথমে কংগ্রেসের হাত ধরে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক ছিল। তবে পরবর্তীতে UPA আমলে কংগ্রেসের বেশ কিছু নীতির বিরোধিতা করে বিজেপিকে সমর্থন করেছিল তাঁর দল। বর্তমান পরিস্থিতিতে আবার অবস্থান বদলে আইএনএলডি বিজেপি (BJP) বিরোধী হিসেবে পরিচিত হয়েছে।

অভয় সিং চৌটালা এখন বিজেপি বিরোধী জোটে থাকতে চান। আর সেই কারণেই INDIA-র প্রতিনিধিদের হরিয়ানায় একজোট করার লক্ষ্যে এই আমন্ত্রণ বলে মত ওয়াকিবহাল মহলের। সিপিএমের সীতারাম ইয়েচুরি, এনসিপির শরদ পওয়ার, জেডিইউ-র নীতীশ কুমার, আরজেডি-র তেজস্বী যাদব এদিনের অনুষ্ঠানে হাজির বলে খবর। আইএনএলডি-র বর্তমান অবস্থান সাপেক্ষে বিরোধী জোটে অংশগ্রহণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement