সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রামীণ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পড়ুয়াদের পাশে দাঁড়াতে উদ্যোগ আইআইটি কানপুরের (IIT Kanpur)। ওই পড়ুয়াদের জন্য অনলাইন শিক্ষার ব্যবস্থা করছে আইআইটি। যোগী সরকারের সহযোগিতায় নয়া প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘অনলাইন রুরাল এডুকেশন ইনিশিয়েটিভ’ (OREI)। রঞ্জিত সিং রোজি শিক্ষা কেন্দ্রের (RSK) মাধ্যমে গ্রামের স্কুলের শিশুদের উন্নত শিক্ষা প্রদান করা হবে।
মঙ্গলবার ‘অনলাইন গ্রামীণ শিক্ষা উদ্যোগ’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয় আইআইটি কানপুরের তরফে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যসচিব ডিএস মিশ্রা। ভারত সরকারের ‘উন্নত ভারত অভিযানে’র অংশ হিসেবে দেখা হচ্ছে এই প্রকল্পকে। কানপুরের স্কুল রাম জানকি ইন্টার কলেজ এবং লখনউয়ের ভারতীয় গ্রামীণ বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে ‘অনলাইন গ্রামীণ শিক্ষা উদ্যোগ’ প্রকল্প শুরু করল আইআইটি।
‘অনলাইন গ্রামীণ শিক্ষা উদ্যোগ’ প্রকল্পের এক্সিকিউটিভ অফিসার রিতা সিং বলেন, “রঞ্জিত সিং রোজি শিক্ষা কেন্দ্রের লক্ষ্য হল প্রতিটি শিশুর অবস্থান যাই হোক তার সর্বোত্তম মানের শিক্ষার অধিকার নিশ্চিত করা।” উল্লেখ্য, আইআইটির প্রকল্পটিকে গ্রহণ করেছে উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন, আপাতত ১০০টি গ্রামীণ স্কুলের পড়ুয়াদের এই প্রকল্পের আওতায় আনা হবে। ভবিষ্যতে গ্রামীণ উত্তরপ্রদেশের সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা অনলাইনে শিক্ষা পাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.