Advertisement
Advertisement

Breaking News

IIT-Kanpur

অনলাইনেও পড়ার সুযোগ পাবে যোগীরাজ্যের গ্রামীণ স্কুলপড়ুয়ারা, অভিনব উদ্যোগ IIT কানপুরের

আপাতত ১০০টি গ্রামীণ স্কুলের পড়ুয়াদের এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে।

Now IIT-Kanpur launches online education for children in rural Uttar Pradesh | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:May 17, 2023 5:17 pm
  • Updated:May 17, 2023 5:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রামীণ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পড়ুয়াদের পাশে দাঁড়াতে উদ্যোগ আইআইটি কানপুরের (IIT Kanpur)। ওই পড়ুয়াদের জন্য অনলাইন শিক্ষার ব্যবস্থা করছে আইআইটি। যোগী সরকারের সহযোগিতায় নয়া প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘অনলাইন রুরাল এডুকেশন ইনিশিয়েটিভ’ (OREI)। রঞ্জিত সিং রোজি শিক্ষা কেন্দ্রের (RSK) মাধ্যমে গ্রামের স্কুলের শিশুদের উন্নত শিক্ষা প্রদান করা হবে।

মঙ্গলবার ‘অনলাইন গ্রামীণ শিক্ষা উদ্যোগ’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয় আইআইটি কানপুরের তরফে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যসচিব ডিএস মিশ্রা। ভারত সরকারের ‘উন্নত ভারত অভিযানে’র অংশ হিসেবে দেখা হচ্ছে এই প্রকল্পকে। কানপুরের স্কুল রাম জানকি ইন্টার কলেজ এবং লখনউয়ের ভারতীয় গ্রামীণ বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে ‘অনলাইন গ্রামীণ শিক্ষা উদ্যোগ’ প্রকল্প শুরু করল আইআইটি।

Advertisement

[আরও পড়ুন: অফুরন্ত সময় দেওয়া সম্ভব নয়’, আদানি তদন্ত শেষে সেবিকে ৩ মাসের ‘ডেডলাইন’ দিল সুপ্রিম কোর্ট]

‘অনলাইন গ্রামীণ শিক্ষা উদ্যোগ’ প্রকল্পের এক্সিকিউটিভ অফিসার রিতা সিং বলেন, “রঞ্জিত সিং রোজি শিক্ষা কেন্দ্রের লক্ষ্য হল প্রতিটি শিশুর অবস্থান যাই হোক তার সর্বোত্তম মানের শিক্ষার অধিকার নিশ্চিত করা।” উল্লেখ্য, আইআইটির প্রকল্পটিকে গ্রহণ করেছে উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন, আপাতত ১০০টি গ্রামীণ স্কুলের পড়ুয়াদের এই প্রকল্পের আওতায় আনা হবে। ভবিষ্যতে গ্রামীণ উত্তরপ্রদেশের সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা অনলাইনে শিক্ষা পাবে।

[আরও পড়ুন: মেট্রোয় হস্তমৈথুন! অভিযুক্তকে খুঁজে পেতে এবার ঘটনার ছবি প্রকাশ করল পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement