সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের অধিকাংশ প্রান্ত যখন স্বাধীনতা দিবসের (Independence day) আনন্দে মাতোয়ারা। দিল্লির লালকেল্লা থেকে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তখন কেমন আছে গোষ্ঠীহিংসায় অশান্ত মণিপুর (Manipur) ? সেখানে কি একেবারেই ভাল খবর নেই? স্বাধীনতা দিবস উদযাপন করছেন মণিপুরের নাগরিকরা? দীর্ঘ দুই দশক পর স্বাধীনতা দিবসের সন্ধ্যায় মণিপুর দেখানে হচ্ছে হিন্দি সিনেমা। স্বাধীনতার অমৃত মহোৎসব পালনেই এই উদ্যোগ।
মঙ্গলবার সন্ধ্যায় চূড়াচাঁদপুর জেলার রেঙ্কাইয়ের একটি প্রেক্ষাগৃহে হিন্দি ছবি প্রদর্শনের ব্যবস্থা হয়েছে। উদ্যোক্তা আদিবাসী সংগঠন এইচমার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। তবে কোন ছবি দেখানে হবে তা জানানো হয়নি এইচএসএ-র (HSA) তরফে। সংগঠনের বক্তব্য, সন্ত্রাসবাদী শক্তি সমাজের মূল স্রোত থেকে আদিবাসীদের বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। দশকের পর দশক ধরে। এর প্রতিবাদেই স্বাধীনতা দিবসে হিন্দি ছবি প্রদর্শন। স্থানীয়দের প্রতি সংগঠনটির আহ্বান, “স্বাধীনতা এবং ন্যায়বিচারের লড়াইয়ে অঙ্গীকারবদ্ধ হতে আমাদের সঙ্গে যোগ দিন।”
এইচএসএ জানিয়েছে, শেষবার মণিপুরে হিন্দি ছবি প্রদর্শিত হয়েছিল ১৯৯৮ সালে। সেই ছবি ছিল শাহরুখ খান এবং কাজল অভিনীত ‘কুছ কুছ হোতা হ্যায়’। উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদী সংগঠন রেভেলিউশনারি পিওপলস ফ্রন্ট ২০০০ সালের সেপ্টেম্বরে মণিপুরে হিন্দি ছবি প্রদর্শন বন্ধ করে দেয়। এক সপ্তাহের মধ্যে ৮ হাজার অডিও ও ভিডিও ক্যাসেট পুড়িয়ে দেয় আরপিএফ (RPF)। তাদের যুক্তি ছিল, বলিউডের ছবির নেতিবাচক প্রভাব পড়বে মণিপুর। ক্ষতি হবে রাজ্যের ভাষা ও সংস্কৃতির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.