সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত চারদিন ধরে ব্যাপক বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তর ভারত (North India)। মৃত্যু হয়েছে ২৮ জনের। বেলা বাড়তেই উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার জানাল, গত চার দিনের দুর্যোগে কেবল সেরাজ্যেই প্রাণ গিয়েছে ৩৪ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। গত কয়েক দিনে যোগীরাজ্যে বজ্রপাতে মৃত্যু হয়েছে ১৭ জনের। জলে ডুবে মৃত্যু হয়েছে ১২ জনের। এছাড়াও ধস নেমে, জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে ৫ জনের।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ঘোষণা করেছেন, মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মরসুমের শুরুতেই ১১ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে উত্তরপ্রদেশে। এর ফলে গঙ্গা, রামগঙ্গা, যমুনা, রাপ্তি-সহ রাজ্যের অধিকাংশ নদীতে বিপদসীমার উপরে বইছে জল। বন্য কবলিত ৭৫টি জেলার নিচু এলাকাগুলি। ভারী বৃষ্টি চলছে ৬৮টি জেলায়। পাহাড়ি এলাকাগুলিতে ধস নেমেছে। বহু জায়গায় রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। সব মিলিয়ে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত যোগীরাজ্যে দুর্যোগের বলি হয়েছে ৩৪ জন।
উল্লেখ্য, রবিবার ৪১ বছরের রেকর্ড ভেঙে একদিনে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিল্লিতে। ইতিমধ্যেই রাজধানীর সব স্কুলে ছুটি ঘোষণা করেছে প্রশাসন। বন্যা সতর্কতা জারি হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশেষ বৈঠক ডেকেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লির পাশাপাশি বিপর্যস্ত হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর। তবে খারাপ আবহাওয়ার জন্য স্থগিত থাকা অমরনাথ যাত্রা ফের শুরু হয়েছে। যদিও কাশ্মীরের বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.