সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলাহাবাদ হাই কোর্টে (Allahabad High Court) জ্ঞানবাপীর (Gyanvapi) মামলার রায় ঘোষণার আগেভাগে নাটকীয় মোড়। বিচারপতিদের নয়া বেঞ্চে পাঠানো হল বিতর্কিত তথা সংবেদনশীল মামলাটিকে। সোমবার এই মামলার রায় ঘোষণার কথা ছিল। তাও বাতিল হয়েছে। আচমকাই ভিন্ন বেঞ্চে মামলা সরানোর বিষয়েও কোনও ব্যাখ্যা দেয়নি আদালত।
আকস্মিক ভাবে ভিন্ন বিচারপতির বেঞ্চে মামলা সরানো নিয়ে আপত্তি করেছে মুসলিম পক্ষ। তাদের দাবি, এই সিদ্ধান্ত বিচারবিভাগীয় আইনি প্রক্রিয়ার বিরোধী। মুসলিম পক্ষের আইনজীবী জানান, মামলাটি রায় ঘোষণার জন্য তালিকাভুক্ত হয়েছিল। তা একক বিচারপতির বেঞ্চ থেকে ভিন্ন বেঞ্চে সরানোর কোনও নির্দেশিকা ছিল না।
প্রসঙ্গত, এলাহাবাদ হাই কোর্টের নির্দেশে গত ৪ আগস্ট শুরু হয়েছিল জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের বৈজ্ঞানিক সমীক্ষা। সতেরো শতকের মসজিদটি হিন্দু মন্দিরের কাঠামোর উপর নির্মিত কিনা তা খতিয়ে দেখতেই এএসআইকে বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি দিয়েছিল আদালত। অন্যদিকে গত ৩ আগস্ট আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির আবেদন খারিজ করেছিল হাই কোর্ট। যার ভিত্তিতে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে এএসআইকে মসজিদ জরিপের নির্দেশ দেওয় হয়েছিল। পরদিন সুপ্রিম কোর্টও (Supreme Court) হাই কোর্টের আদেশ বহাল রেখেছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.