Advertisement
Advertisement
GST

এবার রেলের টিকিট বাতিলেও দিতে হবে GST, জেনে নিন বাড়তি কত টাকা গুনতে হবে?

একই নিয়ম প্রযোজ্য হোটেল বুকিং বাতিলের ক্ষেত্রে।

Now GST on cancellation of confirmed train tickets and hotel bookings | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 29, 2022 8:07 pm
  • Updated:August 29, 2022 9:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবস্থার প্রেক্ষিতে যাওয়া নিশ্চিত নয়, তবু ট্রেনের টিকিট (Train Tickets) কেটে ফেলতেন অনেকে। কারণ তা বাতিল করলে খুব বেশি খরচ ছিল না। সেই দিন বুঝি রইল না। কারণ এবার ভারতীয় রেলের (Indian Railways) ট্রেনের বাতিল টিকিটের মূল্যের উপরেও জিএসটি বসানো হচ্ছে। অর্থাৎ রেলকে বাতিলের মূল্য দেওয়ার পাশাপাশি এই বাবদ সরকারকে কর দিতে হবে। যদিও টিকিট কাটবার সময় একবার সরকারকে কর দিয়েছেন যাত্রী। জানা গিয়েছে, অর্থ মন্ত্রকের এই সংক্রান্ত সার্কুলার মাস খানেক আগেই পৌঁছেছে রেলের ঘরে।

গত ৩ আগস্টে বাতিল টিকিটের উপর অতিরিক্ত জিএসটির সার্কুলার জারি করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। মন্ত্রালয়ের ট্যাক্স রিসার্চ ইউনিটের সার্কুলারে বলা হয়েছে, ট্রেনের টিকিট কাটার সময় যে হারে কর দিতেন ক্রেতা, টিকিট বাতিলের সময় একই হারে কর দিতে হবে। উল্লেখ্য, টিকিটের ভাড়ার উপর ৫ শতাংশ হারে বসে পণ্য এবং পরিষেবা কর। অর্থাৎ অর্থ মন্ত্রকের নয়া নিয়মে টিকিট বাতিল করলে বাতিল মূল্যের উপর ওই ৫ শতাংশ হারেই জিএসটি বসবে। হোটেলে ঘর বাতিলের ক্ষেত্রেও একই নিয়মে কর বসানোর কথা বলা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: পরের প্রজন্মেই ভরসা, রিলায়েন্স রিটেলের দায়িত্ব মেয়ে ইশাকে সঁপে দিলেন মুকেশ আম্বানি]

বাতিল টিকিটের মূল্যে জিএসটি কেন? নয়া সার্কুলারে তার জবাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে বলা হয়েছে, ট্রেনের টিকিট সংরক্ষণ একটি চুক্তি। যা ভারতীয় রেল এবং গ্রাহকের মধ্যে হয়। টিকিট বাতিল করে গ্রাহক কার্যত সেই চুক্তি ভাঙেন। এর জন্যই রেল সামান্য অর্থ নেয়। অর্থ মন্ত্রকের যুক্তি, যেহেতু রেলের নেওয়া এই বাতিল মূল্য চুক্তিভঙ্গের কারণে হওয়া একটি লেনদেন, ফলে এ ক্ষেত্রেও সরকারকে কর দিতে হবে। টিকিট কেনার হারেই টিকিট বাতিলের জন্য কর দিতে হবে সরকারকে।

[আরও পড়ুন: দেশে মদ্যপান কমছে! তাড়ি-বিয়ারে ঝুঁকছেন মহিলারা, কী বলছে সমীক্ষা?]

অর্থ মন্ত্রকের নয়া সার্কুলার প্রযোজ্য এসি টু-টায়ার, থ্রি টায়ার, সাধারণ স্লিপার শ্রেণির কামরার টিকিটের ক্ষেত্রেও। উদাহরণ হিসেবে বলা যায়, এসি ফার্স্ট ক্লাসের সফরের ৪৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে ২৪০ টাকা মূল্য নেয় রেল। টিকিট সংরক্ষণের সময় ক্রেতাকে ৫ শতাংশ হারে জিএসটি দিতে হয়। এবার থেকে টিকিট বাতিলের জন্য আরও ৫ শতাংশ মূল্য চোকাতে হবে। মোট বাতিল খরচ দাঁড়াবে ২৫২ টাকা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement