সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির (Delhi) কোচিং সেন্টারে ভয়াবহ আগুন (Fire)। বৃহস্পতিবার দুপুর ১২টা বেজে ৩০ মিনিট নাগাদ আগুন লাগে ওই শিক্ষাকেন্দ্রে। আতঙ্কে পড়ুয়ারা জানলা, কার্নিশ বেয়ে নামতে শুরু করেন। এর ফলে চার জন পড়ুয়া আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দমকলের ১১টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। পুলিশ এবং দমকল কর্মীরা সমস্ত পড়ুয়াকে উদ্ধার করেছেন।
#WATCH | A few students received injuries as they were escaping from the building where the fire broke out today. No person is trapped in the building. The fire broke out in the electricity meter of the building. Panic caused due to rising smoke: Suman Nalwa, PRO, Delhi Police on… pic.twitter.com/FBPgzZjYGt
— ANI (@ANI) June 15, 2023
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দিল্লির মুখার্জি নগরে অবস্থিত ওই কোচিং সেন্টারটি। দুপুর সাড়ে বারোটা নাগাদ আগুন লাগে। মিটার বক্সে সর্ট সার্কিটের ফলে আগুন লাগে বলে প্রাথমিক ধারণা। ঘটনার সময় কোচিং সেন্টারে ছিলেন বেশ কিছু পড়ুয়া। আগুন এবং কালো ধোয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। এরপর শিক্ষাকেন্দ্রের পিছন দিকের জানলা গলে কার্নিশ বেয়ে নামতে শুরু করেন পড়ুয়ারা। কেবল লাইনের তার ধরেও ঝুলতে দেখা যায় তাঁদের। এভাবে নামতে গিয়েই আহত হয়েছেন ৪ জন পড়ুয়া।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং দমকল বাহিনী। দমকলের ১১টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল কর্মীরাই ভেতরে আটকে থাকা পড়ুয়াদের নিরাপদে উদ্ধার করেন। অগ্নিকাণ্ডে কেউ নিহত হননি। ঠিক কোন কারণে আগুন লেগেছিল তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল বাহিনী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.