সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের (Gajendra Singh Shekhawat) বিরুদ্ধে এফআইআর দায়ের করল কংগ্রেস (Congress)। সম্প্রতি একটি দলীয় সভায় মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে (Ashok Gehlot) ‘রাজনীতির রাবণ’ বলে কটাক্ষ করেছিলেন তিনি। যা নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে রাজস্থানে। শনিবার প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা সুরেন্দ্র সিং জাদাওয়াত (Surendra Singh Jadawat) চিতোরগড়ে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। প্রশ্ন উঠছে, বিজেপি (BJP) নেতাকে গ্রেপ্তার করে গেরুয়া শিবিরকে পালটা মার দেবে কিনা রাজস্থানের কংগ্রেস সরকার!
মরুরাজ্যের রাজনীতিতে শেখাওয়াত-গেহলট দ্বন্দ্ব নতুন নয়। ক’দিন আগে শেখাওয়াতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগে এনেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, সঞ্জীবনী ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি কেলেঙ্কারিতে জড়িত বিজেপি নেতা। যার পর গেহলটের বিরুদ্ধে মানহানির মামলা করেন শেখাওয়াত। এর মধ্যে গত ২৭ এপ্রিল বিজেপির একটি জনসভায় নিজের বক্তব্যে গেহলটকে ‘রাজনীতির রাবণ’ বলে কটাক্ষ করেন শেখাওয়াত। এর পরেই কংগ্রেস নেতা সুরেন্দ্র সিং জাদাওয়াত রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘অপশব্দ’ ব্যবহারের অভিযোগে চিতোরগড়ে এফআইআর দায়ের করেন।
অভিযোগকারী কংগ্রেস নেতার দাবি, দলীয় সভায় শেখাওয়াত বলেছিলেন, “যদি আপনারা রাজস্থানে রাজনীতির রাবণ অশোক গেহলটের অপশাসনের অবসান চান তাহলে হাত তুলুন এবং রামরাজ্য স্থাপনের অঙ্গীকার করুন।” সুরেন্দ্র সিং জাদাওয়াতের দাবি, ধর্মীয় উসকানি দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। বলেন, “লোকপ্রিয় মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ আনা হয়েছে। ঘৃণাভাষণ দিয়েছেন শেখাওয়াত, রাজ্য সরকারের অবমাননা করেছেন। তিনি মুখ্যমন্ত্রীকে অপমান করতে ‘রাজনীতির রাবণ’ বলে মানহানি করেছেন।” এতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি সমগ্র রাজস্থানেরও অপমান হয়েছে বলেও এফআইআরে দাবি করা হয়েছে। জল্পনা শুরু হয়েছে, এবার কি শেখাওয়াতকে গ্রেপ্তার করবে রাজস্থান পুলিশ?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.