Advertisement
Advertisement

Breaking News

DMK

স্ট্যালিনের বিরুদ্ধে দুর্নীতি-তোপ, তামিলনাড়ুর বিজেপি সভাপতিকে মানহানির নোটিশ DMK’এর

শাসক দলের দুর্নীতির অভিযোগে সম্প্রতি ‘ডিএমকে ফাইলস’ প্রকাশ করেছে বিজেপি।

Now DMK Issues 500 Crore Rupees Defamation Notice To BJP's Annamalai Over Alleged Corruption Charges | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 17, 2023 2:57 pm
  • Updated:April 17, 2023 2:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার (১৪ এপ্রিল) ‘ডিএমকে ফাইলস’ প্রকাশ করেন তামিলনাড়ুর (Tamil Nadu) বিজেপি (BJP) প্রধান কে আন্নামালাই (K Annamalai)। সাংবাদিক বৈঠক তিনি দাবি করেন, ১.৩৪ লক্ষ কোটি টাকার সম্পদের মালিক রাজ্যের শাসক দল ডিএমকে (DMK) নেতারা। দুর্নীতি থেকেই এই বিপুল রোজগার বলে তাঁর দাবি। অভিযোগের তালিকা থেকে বাদ যাননি মুখ্যমন্ত্রী এমকে স্টালিন (MK Stalin) এবং তাঁর ছেলে তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। এই ঘটনায় আন্নামালাইকে মানহানির অভিযোগে আইনি নোটিশ পাঠাল শাসক দল ডিএমকে। এইসঙ্গে স্ট্যালিনের দাবি, মিথ্যে অভিযোগের জন্য ক্ষমা চাইতে হবে, ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

আন্নামালাইয়ে প্রকাশ করা ‘ডিএমকে ফাইলস’-এ নাম রয়েছে দুরাই মুরুগান, ইভি ভেলু, কে পোনমুডি, ভি সেন্থিল বালাজি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এস জগতরক্ষকন-সহ বেশ কয়েকজন মন্ত্রীর। সাংবাদিক বৈঠকে আন্নামালাই বলেন, “আজ আমরা ডিএমকে ফাইলস পার্ট ১ প্রকাশ করলাম। গোটা বছর ধরে ধারাবাহিকভাবে আমরা এটা প্রকাশ করব। এখন আমরা শুধুমাত্র তাদের ডিরেক্ট অ্যাসেট প্রকাশ করলাম। এর মধ্যে বিভিন্ন সংস্থায় তাদের শেয়ার হোল্ডিং এবং তাদের নিজ নিজ সম্পত্তির মূল্যায়ন প্রকাশ করা হয়েছে।” অভিযোগ আনা হয়, ডিএমকে ক্ষমতায় থাকাকালীন ২০১১ সালের বিধানসভা নির্বাচনের আগে চেন্নাই মেট্রো রেলের জন্য চুক্তি পাইয়ে দিতে একটি সংস্থার কাছ থেকে ২০০ কোটি টাকা ঘুষ নিয়েছিল স্ট্যালিনের নেতৃত্বের ডিএমকে সরকার। আন্নামালাই বলেন, “এটা কোনও একটি দলের বিরুদ্ধে লড়াই নয়, দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আমি এখানেই থামব না।”

Advertisement

[আরও পড়ুন: হাঁড়িকাঠ প্রস্তুত করে নিজেদের বলি দিলেন দম্পতি! যজ্ঞের আগুনে পুড়ল কাটা মুন্ডু]

বিজেপির এমন বক্তব্যের বিরুদ্ধেই ১০ পাতার আইনি নোটিশ পাঠিয়েছে ডিএমকে। সেখানে বলা হয়েছে গেরুয়া শিবিরের অভিযোগগুলি “মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর, কাল্পনিক এবং কলঙ্কজনক”। আরও বলা হয়েছে, “ডিএমকে সভাপতি তাঁর ৫৬ বছরের রাজনৈতিক জীবনে একজন ব্যক্তির থেকেও অবৈধ ভাবে এক পয়সাও নেননি।” ডিএমকের নোটিশে আন্নমালাইয়ের অভিযোগ কেন ভিত্তিহীন তাও স্পষ্ট হয়েছে। আরও বলা হয়েছে, তামিলনাড়ুর জনগণের কল্যাণ ও উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করছেন স্ট্যালিন। এর জন্য একাধিক জনমুখী প্রকল্পের প্রবর্তন করেছেন। তিনি দ্রাবিড় শাসনের মডেলে দেশের অন্যতম সেরা মুখ্যমন্ত্রী হিসাবে স্বীকৃত।”

[আরও পড়ুন: ভাটিন্ডার সেনাঘাঁটিতে ৪ জওয়ান খুন: আটক এক, ব্যক্তিগত আক্রোশেই হামলা, দাবি তদন্তকারীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement