Advertisement
Advertisement

Breaking News

Delhi Police

সংসদ হামলায় নজরে ‘ভগৎ সিংহ ফ্যান ক্লাব’ পেজ, মেটাকে চিঠি পুলিশের

খতিয়ে দেখা হবে অভিযুক্তদের হোয়াটসঅ্যাপ চ্যাট।

Now Delhi Police writes to Meta over deleted 'Bhagat Singh Fan Club' page | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 19, 2023 12:44 pm
  • Updated:December 19, 2023 12:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন সংসদ হামলার (Parliament Attack) ঘটনায় তদন্তকারীদের নজরে ফেসবুক পেজ ‘ভগৎ সিংহ ফ্যান ক্লাব’। অনুমান করা হচ্ছে, এই পেজেই অভিযুক্তদের আলাপ হয়েছিল। ফলে ওই পেজটি এবং ধৃত ছয় অভিযুক্তের ফেসবুক অ্যাকাউন্ট ঘেঁটে দেখেতে ফেসবুকের মূল সংস্থা ‘মেটা’কে চিঠি পাঠাল দিল্লি পুলিশ।

তদন্ত সূত্রে জানা গিয়েছে, ‘ভগৎ সিংহ ফ্যান ক্লাব’ পেজেই সংসদ ভবনে হানা দেওয়ার ছক কষা হয়েছিল। যদিও পরে ওই ফেসবুক অ্যাকাউন্টিকে মুছে ফেলা হয়। সেই কারণেই সরাসরি মেটার দ্বারস্থ হল পুলিশ। এছাড়াও অভিযুক্তদের হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখতে মেটাকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি ওই ফোন নম্বরগুলির সঙ্গে সংযুক্ত ইমেল অ্যাড্রেসগুলিও ঘেঁটে দেখা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: জ্ঞানবাপী মামলায় খারিজ মুসলিম পক্ষের আবেদন, পুজোর অনুমতি নিয়ে দ্রুত শুনানির নির্দেশ হাই কোর্টের]

 

উল্লেখ্য, ১৩ ডিসেম্বর লোকসভায় ঢুকে গ্যাস হামলা (Gas Attack in Parliament) চালায় কয়েকজন যুবক। ইতিমধ্যে ওই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত। এর পরেই জানা যায়, এই সাংসদের অতিথি হিসেবেই সেদিন তাঁরা লোকসভায় প্রবেশ করেছিলেন। সেই ঘটনা নিয়ে সোমবার সরব হন বিরোধীরা। সংসদের নিরাপত্তা নিয়ে বিরোধীদের শোরগোলের জেরে কংগ্রেস, তৃণমূল-সহ (TMC) মোট ৩৩ বিরোধী সাংসদকে অধিবেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করেন স্পিকার ওম বিড়লা। এই তালিকায় রয়েছেন তৃণমূলের ৯ সাংসদ, রয়েছেন কংগ্রেস, ডিএমকে সাংসদরাও।

 

[আরও পড়ুন: ‘স্বামী নির্যাতন করলেও সেটা ধর্ষণ’, পর্যবেক্ষণ গুজরাট হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement