Advertisement
Advertisement

Breaking News

Delhi

উৎসবের মরশুমের আগে দিল্লিতে নিষিদ্ধ চিনা মাঞ্জা, ধরা পড়লে ৫ বছরের জেল

ধারালো মাঞ্জা নিয়ে নির্দেশিকা দিল্লির পরিবেশমন্ত্রীর।

Now Delhi government bans use and sale of Chinese Manjha | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 2, 2023 5:28 pm
  • Updated:August 2, 2023 5:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগস্ট মাস পড়ে গিয়েছে। সামনেই উৎসবের মরশুম। স্বাধীনতা দিবস, রাখী পূর্ণিমায় আনন্দে ভাসবে গোটা ভারত। বাংলায় ‘ঘুড়ির দেবতা’ বিশ্বকর্মার পুজো রয়েছে। উৎসব উদযাপনে অনেকেই ঘুড়ি ওড়ান। আনন্দের দিনে আতঙ্কের নাম চিন মাঞ্জার (Chinese Manjha) সুতো। যার বিরুদ্ধে মঙ্গলবার সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হল দিল্লিতে (Delhi)। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই সংশ্লিষ্ট সব বিভাগে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন। বলা হয়েছে, দিল্লিতে যে কোনও রকমের ধারালো সুতো কেনা এবং বিক্রি বেআইনি। সরকারি নির্দেশ না মানলে কড়া শাস্তির ব্যবস্থা হবে।

বাংলার মতোই ঘুড়ি ওড়ানোর হিড়িকে অতীতে একাধিক দুর্ঘটনা ঘটেছে দিল্লিতে। নেপথ্যে চিনা মাঞ্জা। গলায়, নাকে, কানে ধারালো সুতো বেঁধে মানুষের মৃত্যুও হয়ে থাকে। এই মাঞ্জা পরিবেশের পক্ষেও ক্ষতিকর। গোটা বিষয়টি রুখতেই কড়া নির্দেশিকা জারি করল দিল্লি সরকার। বলা হয়েছে, চিনা মাঞ্জা বা কাচ লাগানো সুতোর উৎপাদন, সংরক্ষণ, বিক্রি এবং ব্যবহার রাজধানীতে নিষিদ্ধ। পরিবেশমন্ত্রীর নির্দেশিকায় বলা হয়েছে, চিনা মাঞ্জা সংক্রান্ত সরকারি নির্দেশিকা অমান্য করলে শাস্তি হিসাবে পাঁচ বছর পর্যন্ত জেল এবং এক লক্ষ টাকার জরিমানা হতে পারে।

Advertisement

[আরও পড়ুন: ‘সকলকে নিরাপত্তা দেওয়া সম্ভব না’, অগ্নিগর্ভ হরিয়ানায় বিতর্ক বাড়ালেন মুখ্যমন্ত্রী খট্টর]

প্রসঙ্গত, ২০১৭ সালের ১০ জানুয়ারি খাতায় কলমে দিল্লিতে চিনা মাঞ্জার ব্যবহার এবং বিক্রি নিষিদ্ধ হয়েছিল। যদিও এর পরেও অনেকেই আইন মানছেন না বলে অভিযোগ। এর ফলে মানুষের মতোই পশুপাখিরাও সুতোয় আঘাতে আহত, কখনও বা নিহত হচ্ছে। গোটা বিষয়টি রুখতে উৎসবের মরশুমের আগেভাগে সক্রিয় হল সরকার।

[আরও পড়ুন: সাংসদদের আচরণে অখুশি! আপাতত লোকসভার অধিবেশনে থাকবেন না স্পিকার ওম বিড়লা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement