সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পর ৩৬০০ কোটি টাকার অগস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে এবার নাম জড়িয়ে গেল টাটা গোষ্ঠীর৷ টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে বহিষ্কৃত সাইরাস মিস্ত্রি অভিযোগ করেছেন, চপার কেলেঙ্কারিতে জড়িয়ে যুক্ত ছিলেন প্রাক্তন প্রতিরক্ষা সচিব বিজয় সিং৷ তিনিও প্রচুর টাকা ঘুষ নিয়েছেন৷ জবাবে বিজয় সিং জানিয়েছেন, এই ঘটনায় তাঁর নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন অভিযোগ করছেন সাইরাস মিস্ত্রি৷ তিনি যেহেতু টাটা সন্স বোর্ডের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর, তাই তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে কুৎসা রটাচ্ছেন সাইরাস মিস্ত্রি৷
ইতিমধ্যেই এই ভিভিআইপি চপার কেলেঙ্কারিতে সিবিআই গ্রেফতার করেছে প্রাক্তন এয়ার চিফ মার্শাল এসপি ত্যাগীকে৷ ঘুষ নিয়ে অগস্টা ওয়েস্টল্যান্ড সংস্থাকে অনৈতিক ভাবে চপার সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে এসপি ত্যাগী, তাঁর ভাই সঞ্জীব ওরফে জুলি ত্যাগী এবং দিল্লির এক আইনজীবী গৌতম খৈতানের বিরুদ্ধে। গত শুক্রবার ত্যাগীকে গ্রেফতার করার পর সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে উঠে আসে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নামও৷ অগস্টা কেলেঙ্কারিতে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর দফতরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন ত্যাগী। সূত্রের খবর, চপার কেলেঙ্কারির তদন্তের স্বার্থে ডাকা হতে পারে মনমোহন সিংকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.