সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের শেষে ছত্তিশগড়, রাজস্থান, তেলঙ্গানা, মিজোরামের সঙ্গেই মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বিধানসভা ভোট। সোমবার রাজধানী ভোপালে এক দলীয় সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) দাবি করলেন, কংগ্রেসের (Congress) সঙ্গে ‘শহুরে নকশাল’দের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এইসঙ্গে কংগ্রেসকে “মরচে পড়া লোহা” বলেও কটাক্ষ করেন মোদি। তাঁর কথায়, কংগ্রেসের আমলেই “বিমারু রাজ্যে” পরিণত হয়েছিল মধ্যপ্রদেশ, বিজেপির শাসনে উন্নতি হয়েছে।
সোমবার ছিল বিজেপির ‘কার্যকর্তা মহাকুম্ভ’ কর্মসূচির সূচনা অনুষ্ঠান। সেখানেই কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন মোদি। স্বাধীনতার পর থেকে মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতায় থাকলেও উন্নয়ন এবং অর্থনীতির নিরিখে চরম দুর্বল হয়ে পড়েছিল রাজ্যটি। মোদির দাবি, বিজেপির দুদশকের শাসনকালেই উন্নয়নের মুখ দেখেছে রাজ্যবাসী। যদিও শিবরাজ সিংহ চৌহান সরকারের চেয়েও সর্বভারতীয় রাজনীতির প্রসঙ্গ বেশি এসেছে এদিনের ভাষণে।
কংগ্রেস সম্পর্ক মোদির মন্তব্য, কংগ্রেস এবং তার সহযোগীরা কেন্দ্রে ক্ষমতায় এলে মহিলা সংরক্ষণ বিল বাস্তবায়িত হবে না। এর পরেই কংগ্রেসকে ‘মরচে পড়া লোহার’ সঙ্গে তুলনা করেন। তাঁর মতে, দুর্নীতি, দারিদ্র এবং তোষণের প্রতীক হল কংগ্রেস।এইসঙ্গে মোদি দাবি করেন, কংগ্রেস একটি “কোম্পানিতে পরিণত হয়েছে, যেটি তার নেতা এমনকী স্লোগান শহুরে নকশালদের থেকে আমাদানি করে থাকে।” আরও বলেন, “কংগ্রেস প্রথমে ধ্বংস হয়েছে, তারপর দেউলিয়া হয়েছে। এখন দলটিকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। আপনি কি জানেন কে নিয়ন্ত্রণ করছে?” উত্তরও দেন মোদি। বলেন, বর্তমানে শহুরে নকশালরাই নিয়ন্ত্রণ করছে কংগ্রেসকে।
রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, ভেবেচিন্তেই শিবরাজ সিংহ চৌহান সরকারের বিষয়ে চেপে গিয়েছেন মোদি। যেহেতু একাধিক জনমত সমীক্ষা বলছে, সে রাজ্যে এ বার বিজেপিকে চাপে ফেলতে পারে কংগ্রেস।গত কয়েক মাসে একের পর এক বিজেপি নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন। দল ছাড়ার আগে গেরুয়া শিবিরকে তোপও দাগেন তাঁরা। তাঁদের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী কৈলাস জোশীর পুত্র দীপক জোশীর মতো হেবিওয়েট নেতারাও রয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.