Advertisement
Advertisement

Breaking News

Gujarat

একের পর এক বাড়ি থেকে মহিলাদের অন্তর্বাস চুরি! দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১০

অন্তর্বাস চুরি নিয়ে ঝামেলায় ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Now Clash between 2 groups in Gujarat over lingerie theft | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 2, 2023 8:28 pm
  • Updated:July 2, 2023 8:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের অন্তর্বাস চুরি নিয়ে বিরাট ঝামেলা। একই গ্রামের দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১০ জন। দু’পক্ষের মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি গুজরাটের (Gujarat) আহমেদাবাদের কাছে একটি গ্রামের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অন্তর্বাস চুরি নিয়ে ঝামেলা বাধল কেন?

নেপথ্যে লম্বা আট মাসের গল্প। গ্রামটি আহমেদাবাদের ধানধুক তালুকে পড়ে। স্থানীয় বেশ কিছু মহিলা অভিযোগ করেন, গত আট মাস ধরে জামা কাপড়ের সঙ্গে তাঁদের অন্তর্বাস কেচে দড়িতে দিলেই তা উধাও হত। বারবার একই ঘটনা ঘটায় গোপনে সিসিটিভি ক্যামেরা লাগান এক মহিলা। তাতেই ধরা পড়ে প্রতিবেশী ৩১ বছরের এক যুবক অন্তর্বাস চুরি করছিলেন। এর প্রতিবাদ করলে ওই মহিলাকে যৌন হেনস্তা করা হয় বলে অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: নতুন করে সংঘর্ষ মণিপুরে, দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত দুই ‘গ্রামসেবক’]

এরপরেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ রণক্ষেত্রের চেহারা নেয়। মহিলার পরিবারের লোকারে লাঠি, রড নিয়ে হামলা করতে যায় যুবককে। অপর গোষ্ঠী যুবকের পাশে দাঁড়ায়। তুমুল মারমারি শুরু হয় উভয়পক্ষের মধ্যে। খবর পেয়ে পুলিশ এসে সংঘর্ষ থামায়। ততক্ষণে ১০ জন আহত হয়েছেন। পুলিশ আধিকারিকরা দুই পক্ষের মোট ২০ জনকে গ্রেপ্তার করেছেন। এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।

[আরও পড়ুন: আহত মহারাষ্ট্রের ‘স্ট্রং ম্যান’ শরদ পওয়ার, ‘পাশে আছি’, ফোন করে আশ্বস্ত করলেন মমতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement