Advertisement
Advertisement
Waqf Properties

ওয়াকফ বোর্ডকে দেওয়া সম্পত্তি ফেরাচ্ছে কেন্দ্র, সংখ্যালঘুদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ

দিল্লি ওয়াকফ বোর্ডের দাবি, এই সিদ্ধান্ত ‘অজুহাত এবং বড় চক্রান্ত’।

Now Central Government To Take Over 123 Delhi Waqf Properties | Sangbad Patidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 19, 2023 9:07 am
  • Updated:February 19, 2023 12:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রে ইউপিএ (UPA) সরকারের আমলে দিল্লি ওয়াকফ বোর্ডকে (Delhi Waqf Board) দেওয়া সম্পত্তি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল বর্তমান এনডিএ (NDA) সরকার। সূত্রের খবর, সঠিক সময়ে ওই সম্পত্তি ওয়াকফ বোর্ড ব‌্যবহার করতে না পারায় মোদি সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে। যদিও দিল্লি ওয়াকফ বোর্ডের দাবি, এই সিদ্ধান্ত শুধুই ‘অজুহাত এবং বড় চক্রান্ত’।

উল্লেখ‌্য, ২০১৪ লোকসভা নির্বাচনের আগে দিল্লি ওয়াকফ বোর্ডকে মসজিদ, দরগা, কবরস্থান-সহ মোট ১২৩টি সম্পত্তি দিয়েছিল কংগ্রেসের (Congress) নেতৃত্বে চলা ইউপিএ সরকার। যা নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ আদালতের দ্বারস্থও হয়েছিল। এরপর এই ইস্যুতে দুই সদস্যের কমিটি গড়া হয়েছিল। যে কমিটিতে ছিলেন অবরসরপ্রাপ্ত বিচারপতি ও প্রাক্তন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। সেই কমিটি জানায়, দিল্লি ওয়াকফ বোর্ডকে ২০১৪ লোকসভা নির্বাচনের আগে যে সম্পত্তি দিয়েছিল কেন্দ্র সরকার তা সঠিক সময়ে ব‌্যবহার না হওয়ায়, তা সরকার ফিরিয়ে নিতে পারে।

Advertisement

[আরও পড়ুন: ‘বিরোধীদের একজোট করুন, বিজেপি ১০০তে গুটিয়ে যাবে,’ কংগ্রেসকে বার্তা নীতীশের]

এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে আম আদমি পার্টির (AAP) নেতা তথা বিধায়ক আমানাতুল্লা খান শনিবার বলেন, “১২৩ ওয়াকফ সম্পত্তি নিয়ে আমরা ইতিমধ্যেই আদালতকে আমাদের সমস্যা ও উদ্বেগের কথা জানিয়েছি। আমাদের রিট পিটিশন এখনও হাই কোর্টের বিচারাধীন। কিছু মানুষ এই বিষয়ে অ-সত‌্য খবর প্রচার করছে। এই সিদ্ধান্ত হল সংখ্যালঘুদের ওপর মোদি সরকারের আঘাত।”

[আরও পড়ুন: সুপ্রিম ধাক্কার পর ঝুঁকলেন দিল্লির উপরাজ্যপাল, কেজরির প্রস্তাব মেনে মেয়র নির্বাচনের দিন ঘোষণা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement