সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার আপনার বাড়ির ভাড়া মেটাবে নরেন্দ্র মোদি সরকার৷ যদি আপনি দ্রারিদ্রসীমার নিচের অর্থাৎ বিপিএল তালিকাভুক্ত হন৷ খুব শিগগিরিই এই প্রকল্প চালু করার কথা ভাবছে সরকার৷ আপাতত দেশের ১০০টি স্মার্ট সিটিতে এই প্রকল্প বাস্তবায়িত করার ভাবনাচিন্তা করা হচ্ছে৷ এর জন্য প্রায় ২,৭০০ কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত কেন্দ্রের৷
হিন্দুদের ভক্তিগীতি গেয়ে হেনস্তার শিকার মুসলিম তরুণী
জানা গিয়েছে, গত তিন বছর ধরে এই প্রকল্পের উপরে কাজ করে চলেছে সরকার৷ পরীক্ষামূলক ভাবেই প্রথম পদক্ষেপ হিসেবে স্মার্টসিটিগুলিতে এর প্রয়োগ করার কথা ভাবা হচ্ছে৷ এর জন্য ২৭১৩ কোটি টাকা খরচ হতে পারে বলে জানা গিয়েছে৷ এই প্রকল্পে শহর এলাকার বিপিএল তালিকাভুক্ত ভাড়াটেদের সরকারের তরফ থেকে রেন্ট ভাউচার দেওয়া হবে৷ ভাড়াটেরা বাড়ির মালিককে টাকার বদলে এই ভাউচারগুলি দেবেন যা তাঁরা নাগরিক সেবা কেন্দ্রগুলিতে ভাঙিয়ে নিতে পারবেন৷ ভাউচারের অর্থমূল্যের পরিমাণ ঠিক করা হবে ঘরের মান, আয়তন ও পারিপার্শ্বিক এলাকার উপর৷
সেনা-পুলিশ যৌথ অভিযানে কাশ্মীরে খতম শীর্ষ লস্কর জঙ্গি
২০১১ সালের জনগণনা অনুযায়ী দেশের ২৭.৫ শতাংশ মানুষ শহরে ভাড়া বাড়িতে বসবাস করেন৷ কেউ আসেন রোজগারের আশায়, কেউ পড়াশোনার জন্য, কেউবা একটু ভালভাবে থাকার খাতিরে৷ অনেকেরই সাধ্য থাকে না ভাড়ার পয়সা জোটানোর৷ তাঁরাই এই প্রকল্পের দ্বারা উপকৃত হবে বলে মনে করছেন অনেকে৷ নয়া এই ভাউচার স্কিমকে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের আওতায় আনার কথাও ভাবনাচিন্তা করছে সরকার৷
নজিরবিহীন গণবিবাহ, সাত পাকে বাঁধা পড়লেন ১০৪ জন প্রতিবন্ধী যুগল
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.