সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের নির্দেশিকা অনুযায়ী সমগ্র পূর্বাঞ্চল জুড়ে পালিত হচ্ছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক ২০২৩ (Vigilance Awareness Week) বা সতর্কতা সচেতনতা সপ্তাহ। কোল ইন্ডিয়া লিমিটেডেও (Coal India Limited) পালিত হল সেই অনুষ্ঠান। ৩০ অক্টোবর থেকে পালিত হচ্ছে একাধিক কর্মসূচি। যা শেষ হল রবিবার ৫ নভেম্বরে। অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার প্রবীণ কুমার শ্রীবাস্তব, কোল ইন্ডিয়ার চেয়ারম্যান পিএম প্রসাদ প্রমুখ।
ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইকের সমাপ্তি অনুষ্ঠানে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনর বলেন, শক্তিক্ষেত্রে ভারতের নিরাপত্তা নিশ্চিত করেছে ক্ষেত্রে CIL। তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয়। কোল ইন্ডিয়ার বিশুদ্ধতা এবং সচেতনতা দৃষ্টান্তমূলক। অন্যদিকে পেশাদারিত্ব তথা দক্ষতার ক্ষেত্রে সংস্থার একাধিক পদক্ষেপের কথাও উল্লেখ করেন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান পিএম প্রসাদ। ভারতের আটটি রাজ্যে খননের কাজে কোল ইন্ডিয়া একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েছে, সে কথাও বলেন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান।
প্রসঙ্গত, ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইকের মধ্যেই ৪৯তম প্রতিষ্ঠা দিবস পালন করল কোল ইন্ডিয়া। ১ নভেম্বর ছিল কোল ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.