Advertisement
Advertisement

Breaking News

Coal India

কোল ইন্ডিয়াতে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনর, পালিত ‘সতর্কতা সচেতনতা সপ্তাহ’

ভিজিল্যান্স কমিশনরের মুখে কোল ইন্ডিয়ার প্রশংসা।

Now Central Vigilance Commissioner Visits Coal India | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 5, 2023 6:17 pm
  • Updated:November 5, 2023 6:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের নির্দেশিকা অনুযায়ী সমগ্র পূর্বাঞ্চল জুড়ে পালিত হচ্ছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক ২০২৩ (Vigilance Awareness Week) বা সতর্কতা সচেতনতা সপ্তাহ। কোল ইন্ডিয়া লিমিটেডেও (Coal India Limited) পালিত হল সেই অনুষ্ঠান। ৩০ অক্টোবর থেকে পালিত হচ্ছে একাধিক কর্মসূচি। যা শেষ হল রবিবার ৫ নভেম্বরে। অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার প্রবীণ কুমার শ্রীবাস্তব, কোল ইন্ডিয়ার চেয়ারম্যান পিএম প্রসাদ প্রমুখ।

[আরও পড়ুন: কর্ণাটকের ভূতত্ত্ব দপ্তরের ডিরেক্টরকে কুপিয়ে খুন! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার]

ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইকের সমাপ্তি অনুষ্ঠানে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনর বলেন, শক্তিক্ষেত্রে ভারতের নিরাপত্তা নিশ্চিত করেছে ক্ষেত্রে CIL। তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয়। কোল ইন্ডিয়ার বিশুদ্ধতা এবং সচেতনতা দৃষ্টান্তমূলক। অন্যদিকে পেশাদারিত্ব তথা দক্ষতার ক্ষেত্রে সংস্থার একাধিক পদক্ষেপের কথাও উল্লেখ করেন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান পিএম প্রসাদ। ভারতের আটটি রাজ্যে খননের কাজে কোল ইন্ডিয়া একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েছে, সে কথাও বলেন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান।

Advertisement

[আরও পড়ুন: ‘আপত্তিকর, লজ্জাজনক প্রশ্নের রেকর্ড আছে’, ফের এথিক্স কমিটির প্রধানকে হুঁশিয়ারি মহুয়ার]

প্রসঙ্গত, ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইকের মধ্যেই ৪৯তম প্রতিষ্ঠা দিবস পালন করল কোল ইন্ডিয়া। ১ নভেম্বর ছিল কোল ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement