সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষা, স্বাস্থ্যের মতো প্রাথমিক চাহিদা অন্তরালে। হিন্দুত্ব এবং জাতীয়বাদ নিয়ে সরগরম ভারতীয় রাজনীতি। নয়া অনুষঙ্গ ‘ভারত’ না ‘ইন্ডিয়া’! জি-২০ সম্মেলনে রাষ্ট্রপতির তরফে আমন্ত্রণপত্রে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ (President of Bharat)। যা নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তর্জা। মঙ্গলবারেই রাতেই উদয় হয়েছে ‘নয়া অবতার’ ‘দ্য প্রাইম মিনিস্টার অফ ভারত’। সৌজন্যে বিজেপি (BJP) মুখপাত্র সম্বিত পাত্র (Sambit Patra)।
বৃহস্পতিবার ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০তম ASEAN-ভারত শীর্ষ সম্মেলন এবং ১৮তম EAS শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ায় যাচ্ছেন মোদি। ৭ সেপ্টেম্বর, ২০২৩-এ এই সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতে সেই সফরের আনুষ্ঠানিক চিঠি প্রকাশ করেছেন সম্বিত। সেখানেই ‘প্রাইম মিনিস্টার ইন্ডিয়া’র পরিবর্তে লেখা হয়েছে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’। বিজেপি মুখপাত্রের এই পোস্টের পরেই সরব হয় কংগ্রেস।
‘The Prime Minister Of Bharat’ pic.twitter.com/lHozUHSoC4
— Sambit Patra (@sambitswaraj) September 5, 2023
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ পোস্ট করেন, “দেখুন মোদি সরকার কতখানি বিভ্রান্ত! ২০তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে এবার প্রাইম মিনিস্টার অব ভারত। বিরোধীরা ঐক্যবদ্ধ্য হওয়ায় এবং জোটের নাম ইন্ডিয়া দেওয়ায় এই নাটক শুরু হয়েছে। এর আগে প্রেসিডেন্ট অফ ভারত নিয়েও প্রতিক্রিয়া দিয়েছিলেন এই কংগ্রেস নেতা। তিনি টুইট করেন, “খবর তাহলে সত্যি। ৯ সেপ্টেম্বর আয়োজিত জি-২০ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণপত্র পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন। তাতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা হয়েছে।” আরও লেখেন, “সংবিধানের ২ নং অনুচ্ছেদে সাফ বলা রয়েছে, ‘ভারত অর্থাৎ ইন্ডিয়া, রাজ্যের সমষ্টি হিসেবে বিবেচিত’। কিন্তু সেই যুক্তরাষ্ট্রের উপরই আঘাত হানা হচ্ছে।”
Look at how confused the Modi government is! The Prime Minister of Bharat at the 20th ASEAN-India summit.
All this drama just because the Opposition got together and called itself INDIA 🤦🏾♂️ pic.twitter.com/AbT1Ax8wrO
— Jairam Ramesh (@Jairam_Ramesh) September 5, 2023
দেশের নাম বদলের জল্পনায় সরব হয়েছেন INDIA জোটের অন্যতম মুখ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। তিনি বলেন, “দেশের নামও কি বদলে যাবে এবার! গোটা বিশ্ব ভারতকে চেনে ‘ইন্ডিয়া’ নামে। কিন্তু রাষ্ট্রপ্রতির আমন্ত্রণপত্রে তা বদলে দেওয়া হয়েছে।”
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কটাক্ষ করেন, I.N.D.I.A. জোট যদি নাম পরিবর্তন করে ‘ভারত’ করে, তবে বিজেপি কি দেশের নাম ভারত থেকে অন্য কিছুতে পরিবর্তন করবে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.