Advertisement
Advertisement
Chilli Spray

মদ রুখতে এবার ‘অস্ত্র’ লঙ্কার গুঁড়ো, বিহার সরকারের নয়া অপরেশন 

বেআইনি মদ তল্লাশি অভিযানে আক্রান্ত হলেই পালটা ব্যবস্থা।

Now Bihar excise officials to battle liquor smuggling with the Chilli Spray | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 14, 2023 5:16 pm
  • Updated:June 14, 2023 5:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ৭০০ বোতল লঙ্কার গুঁড়োর স্প্রে কিনল বিহার (Bihar) সরকার। ‘হাতিয়ার’ হিসেবেই ব্যবহার হবে এই চিলি স্প্রে (Chilli Spray)। কোথায়? নিষিদ্ধ মদ উদ্ধার অভিযানের সময়। আবগারি দপ্তরের আধিকরিকদের বক্তব্য, বেআইনি মদ উদ্ধার অভিযানে বাধার মুখে পড়তে হয় তাঁদের। এমনকী আক্রান্ত হন তাঁরা। পালটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে চিলি স্প্রে।

সাত বছর আগে ২০১৬ সাল থেকেই বিহারে মদ নিষিদ্ধ। এরপরেও সেখানে গত কয়েক বছরে বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের। পাশাপাশি নিষিদ্ধ মদের ঠেকে বারবার অভিযান চালিয়েছে বিহার সরকারের আবগারি এবং মদ নিষিদ্ধকরণ বিভাগ। সেই সময় আক্রান্ত হয়েছেন দপ্তরের একাধিক আধিকারিক। পালটা প্রতিরোধ তৈরি করতে লঙ্কার গুঁড়ো হতে চলেছে হাতিয়ার।

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে কেন অতিসক্রিয় জাতীয় মানবাধিকার কমিশন? আদালতে রাজ্য নির্বাচন কমিশন]

মদ নিষিদ্ধকরণ বিভাগের যুগ্ম কমিশনার কৃষ্ণ পাসোয়ান বলেন, “বিহারে মদ নিষিদ্ধ, পুলিশের সঙ্গে যোথভাবে আমাদের দপ্তর রাজ্যের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থাকে। ওই সময় আমদের উপর হামলা হয়। এবার থেকে প্রতিরোধ তৈরি করতে লঙ্কার গুঁড়োকে হাতিয়ার করব আমরা।” তাঁর যুক্তি, জঙ্গি দমন অভিযানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করে থাকে নিরাপত্তাবাহিনী। এর মাধ্যমে গুরুতর আঘাত ছাড়াই ভিড়কে শায়েস্তা করা সম্ভব।

[আরও পড়ুন: ‘অজিত ডোভাল আন্তর্জাতিক সম্পদ’, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রশস্তি মার্কিন রাষ্ট্রদূতের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement