Advertisement
Advertisement

Breaking News

Delhi

পুর আইনকে বুড়ো আঙুল! দিল্লির ১০ কোচিং সেন্টারের বেসমেন্টে তালা পড়ল

রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারের বেসমেন্টে ৩ আইএএস প্রার্থীর মৃত্যুর পর টনক নড়ল প্রশাসনের

Now Basements of 10 coaching centres in Delhi sealed for violating building bylaws
Published by: Kishore Ghosh
  • Posted:August 8, 2024 12:47 pm
  • Updated:August 8, 2024 12:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারের বেসমেন্টে ৩ আইএএস প্রার্থীর মৃত্যুর পর টনক নড়েছে প্রশাসনের। বুধবার পুর বিধি লঙ্ঘনের অভিযোগে কমপক্ষে ১০টি কোচিং সেন্টার এবং লাইব্রেরির বেসমেন্ট বন্ধ করল দিল্লি পুরনিগম। সূত্রের খবর, ওই কোচিং সেন্টারগুলি রয়েছে শাহদারা (দক্ষিণ), কারোল বাগ এবং নজফগড় এলাকায়।

দিল্লির মেয়র শেলি ওবেরয় টুইট করে কোচিং সেন্টারগুলিতে তালা পড়ার খবর জানান। ওই টুইটে বলা হয়, আজও পূর্ব দিল্লিতে কোচিং সেন্টার বন্ধের অভিযান অব্যাহত রেখেছে পুরনিগম। যারা নিয়ম লঙ্ঘন করে এমন কোচিং সেন্টারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার উদাহরণ তৈরি করতে সব রকম প্রক্রিয়া চলছে। MCD জানিয়েছে, কারোল বাগ এলাকায় চারটি বেআইনি বেসমেন্ট বন্ধ করা হয়েছে। শাহদারা দক্ষিণে চারটি কোচিং সেন্টার এবং গ্রন্থাগারের বেসমেন্ট বন্ধ করা হয়েছে। নজফগড়ে দুটি কোচিং সেন্টার এবং গ্রন্থাগারের বেসমেন্ট বন্ধ করা হয়েছে। এছাড়াও অন্য কোচিং সেন্টার এবং সম্পত্তির মালিকদের জমি ও বাড়ির অপব্যবহার এবং নির্মাণ আইন লঙ্ঘনের জন্য নোটিস জারি করেছে MCD।

Advertisement

 

[আরও পড়ুন: বিমায় জিএসটি নিয়ে অনড় কেন্দ্র! দায় এড়িয়ে বিরোধীদেরই দুষলেন নির্মলা]

প্রসঙ্গত, গত ২৮ জুলাই একটানা বৃষ্টির মধ্যে দিল্লির কোচিং সেন্টারের বেসমেন্টের জলে ডুবে মৃত হয় তিন আইএএস প্রার্থীর। পশ্চিম দিল্লির রাজেন্দ্র নগরের এই ঘটনায় শোকস্তব্ধ হয় গোটা দেশ। গাফিলতির অভিযোগ ওঠে কোচিং সেন্টার এবং দিল্লি পৌরনিগমের বিরুদ্ধে। ‘নরকের মধ্যে বাস করছি’, বেসমেন্টে মৃত্যুর ঘটনায় প্রধান বিচারপতিকে চিঠি লেখে দিল্লির এক পড়ুয়া। সাম্প্রতিক ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানান ওই পড়ুয়া। শেষ পর্যন্ত সেই ব্যবস্থা নেওয়া শুরু হল। তবে তিন প্রাণের বিনিময়ে।

[আরও পড়ুন: জেলে কেজরিওয়াল, স্বাধীনতা দিবসে দিল্লিতে পতাকা উত্তোলনে অতিশী! আপত্তি বিজেপির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement