সুব্রত বিশ্বাস: দূরপাল্লার ট্রেনের টিকিট অনলাইনেও টিকিট কেটে নেওয়া যায়। কিন্তু, লোকাল ট্রেনে আর সে সুবিধা কোথায়? তবে প্রতিদিন যাঁদের লোকাল ট্রেনে চেপে অফিস বা অন্য কাজে কলকাতায় আসতে হয়, তাঁদের ততটা সমস্যায় পড়তে হয় না। কারণ, সকলেরই প্রায় মান্থলি টিকিট থাকে। কিন্তু নিত্যযাত্রী ছাড়াও তো বহু মানুষ লোকাল ট্রেনে চড়েন। স্টেশনে পৌঁছনোর পর, টিকিটের কাটার জন্য কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় তাঁদের। অনেক সময় আবার টিকিট কাটতে গিয়ে ট্রেনও মিস হয়ে যায়। তবে আর দুর্ভোগে পড়তে হবে না পূর্ব রেলে যাত্রীদের। হাওড়া, শিয়ালদহ তো বটেই, পূর্ব রেলের বারাকপুর, নৈহাটি, বালিগঞ্জ, সোনারপুরের মতো একাধিক স্টেশনে বসানো হচ্ছে লোকাল ট্রেনের টিকিট কাটার এটিএম মেশিন।
[টাকার বদলে সোনা, এধরনের প্রকল্পে রাশ টানতে সংসদে বিল কেন্দ্রের]
ব্যাপারটি ঠিক কী? এটিএম মেশিনে যেমন অ্যাকাউন্ট নম্বর ও পিন নম্বর দিয়ে টাকা তোলা যায়, এটাও ঠিক তেমনই। তবে টাকা নয়, এই মেশিনের সাহায্যে চটজলদি কেটে নেওয়া যাবে লোকাল ট্রেনের টিকিট। এখন কাউন্টার থেকে নগদ টাকা দিয়ে টিকিট কাটতে হয় লোকাল ট্রেনের যাত্রীদের। কিন্তু, নয়া এই ভেন্ডিং মেশিনে এটিএম কার্ড ব্যবহার করেও টিকিট কাটা যাবে। ঠিক যেভাবে অনলাইন দূরপাল্লা ট্রেনের টিকিট কেনেন যাত্রীরা। রেল সূত্রে খবর, মধ্য ও পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে টিকিট কাটার এই ভেন্ডিং মেশিন বসানোর কাজ শুরুও হয়ে গিয়েছে। পরবর্তী পর্যায়ে হাওড়া, শিয়ালদহ-ই শুধু নয়, বারাকপুর, নৈহাটি, বালিগঞ্জ, সোনারপুর, শ্রীরামপুর, কোন্নগরের মতো সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশনেই এই এটিএম টিকিট কাউন্টার চালু হবে। এই মেশিনগুলির তদারকি করার জন্য রেলের অবসরপ্রাপ্ত কর্মীদের ফের নিয়োগ করার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন ব্যবস্থায় খুশি নিত্যযাত্রীরাও।
[ট্রুডোর স্ত্রীর সঙ্গে খালিস্তানি জঙ্গির ছবি ভাইরাল, তুঙ্গে বিতর্ক ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.