ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি যাবে ভুঁড়িওলা পুলিশের! সাবধান করে দিল অসম (Assam) সরকার। যেহেতু পুলিশের চাকরিতে ফিট থাকা জরুরি। চোর-ডাকাত ধরতে প্রয়োজন হয় দৌড়ঝাপের। কিন্তু অভিযোগ, চাকরি পাওয়ার কয়েক বছর পরে অনেকেই মুটিয়ে যান। তাঁদের জন্য কঠিন নিয়ম আনল হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) সরকার। রাজ্যের পুলিশকর্মীদের বডি-মাস-ইনডেক্স (BMI) রেকর্ড রাখা হবে এবার থেকে, বয়স এবং উচ্চতার নিরিখে পুলিশকর্মীদের ওজনের রেকর্ড রাখা হবে। পুলিশকর্মীরা রোগা হচ্ছেন, নাকি মোটা তা খতিয়ে দেখা হবে নিয়মিত। এরপর প্রয়োজন মতো ধরানো হবে অবসরের চিঠি।
অসম পুলিশের ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে এই সিদ্ধান্ত হয়েছে। ওজন কমাতে আগামী নভেম্বর অবধি সময় দেওয়া হচ্ছে পুলিশকর্মীদের। আইপিএসদের উপরেও এক নিয়ম লাগু। নচেত সময় মতো উপযুক্ত ব্যবস্থা হবে। এই বিষয়ে টুইট করে বিস্তারিত জানিয়েছেন অসমের ডিজিপি। বলা হয়েছে, যদি দেখা যায় কোনও পুলিশকর্মী বা আইপিএস আধিকারিক স্থূলতায় ভুগছেন, ফিট হতে তিন মাস সময় দেওয়া হবে তাঁকে। তিন মাস পর বিএমআই রেকর্ড সংগ্রহ করা হবে। যাঁদের ওজন অত্যধিক বেশি, বাড়তি তিন মাস সময় পাবেন তাঁরা। এর পরও যদি ফিট না হন, স্বেচ্ছাবসর নিতে হবে।
ডিজিপি টুইট করেছেন, “অসমের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য পুলিশের সদর দপ্তর বিএমআই রেকর্ড রাখার সিদ্ধান্ত নিয়েছে। যাঁদের বিএমআই ৩০-এর ঊর্ধ্বে, স্থূলতার আওতায় পড়েন, নভেম্বরের শেষ পর্যন্ত তাঁদের বাড়তি তিন মাস দেওয়া হবে ওজন কমাতে। তার পর স্বেচ্ছাবসরের প্রস্তাব দেওয়া হবে।” তবে থাইরয়েড বা অন্য কোনও সমস্যা থাকলে এই নিয়ম লাগু হবে না। ১৬ আগস্ট থেকে পুলিশকর্মী এবং আইপিএসদের বিএমআই সংগ্রহ শুরু হবে।
প্রসঙ্গত, গত এপ্রিলে হিমন্ত বলেছিলেন, রাজ্যের ৩০০ পুলিশ আধিকারিককে চিহ্নিত হয়েছে, যাঁরা পানাশক্ত। ওই পুলিশকর্মীদের স্বেচ্ছাবসর নিতে হবে। পাশপাশি গত ৮ মে অসমের ডিজিপি বলেন, ৬৮০ জনকে পুলিশকর্মী চিহ্নিত করা হয়েছে, যাঁরা স্থূলকায় অথবা পানাশক্ত। শারীরিকভাব আনফিট হওয়ায় এদের স্বেচ্ছাবসর নিতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.